shono
Advertisement

কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রবেশ নিষেধ বিবিসি’র

কেন এই নিষেধাজ্ঞা? The post কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রবেশ নিষেধ বিবিসি’র appeared first on Sangbad Pratidin.
Posted: 11:22 AM Feb 28, 2017Updated: 05:52 AM Feb 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজিরাঙা জাতীয় উদ্যানে পশু সুরক্ষার কড়াকড়ি নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিল বিবিসি৷ আর তার জেরেই বিবিসি’র উপর নিষেধাজ্ঞা জারি করল কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট৷ আগামী পাঁচ বছরের জন্য জারি থাকবে এই নিষেধাজ্ঞা৷ অসমের এই জাতীয় উদ্যানে পশুসুরক্ষার নামে রীতিমতো বর্বরতা চলে বলেই দেখানো হয়েছিল সেই তথ্যচিত্রে৷ আর তার জেরেই এই সিদ্ধান্ত৷

Advertisement

(৩৯ জন পাক বন্দিকে মুক্তি দিয়ে শান্তির বার্তা ভারতের)

ন্যাশনাল টাইগার কনজারভেশন অথারিটি বিবিসি’র সাংবাদিক জাস্টিন রাওলাত এবং আন্তর্জাতিক সংবাদমধ্যমকে পাঁচ বছরের জন্য কাজিরাঙা জাতীয় উদ্যানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ প্রসঙ্গত, সাংবাদিক রাওলাত তাঁর ‘ওয়ান ওয়ার্ল্ড: কিলিং ফর কনজারভেশন’ নামের একটি তথ্যচিত্রে দেখিয়েছেন কীভাবে কাজিরাঙা জঙ্গলে রাইনো সংরক্ষণের নামে যাকে তাকে হত্যা করার ক্ষমতা দেওয়া রয়েছে সেখানকার রক্ষীদের৷ এই তথ্যচিত্রটিকেই বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়েছে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রকের তরফে৷ আর এরপরেই বিবিসিকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথারিটি (এনটিসিএ)৷

সোমবার বিকালে এনটিসিএ একটি মেমোরেন্ডাম দিয়ে জানিয়েছে, বিবিসি’র তরফ থেকে তথ্যচিত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিভিউয়ের জন্য পাঠাতে ব্যর্থ হয়েছে৷ আর বন্য জন্তুদের প্রেক্ষাপটে কাজ করা এবং পরিস্থিতির ভুল ব্যাখ্যা করার জন্য বিবিসিকে নিষিদ্ধ ঘোষণা করা হল৷

The post কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রবেশ নিষেধ বিবিসি’র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement