সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর প্রথমবার বসতে চলেছে মহিলা আইপিএলের আসর। আর তার আগেই নিলামে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় তারকারা। কোটি কোটি টাকার বিনিময়ে স্মৃতি-হরমনপ্রীত-রিচা ঘোষদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ৪ মার্চ থেকে শুরু উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL 2023)। মঙ্গলবার বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ দলের এই টুর্নামেন্টের লিগ পর্বে মোট ২০টি ম্যাচ হবে। এরপর হবে দু’টি প্লেঅফ ম্যাচ। ২৩ দিন ধরে চলছে ডব্লিউপিএল। ৫ মার্চ হবে প্রথম ডাবল-হেডার। সেদিন ব্রেবোর্ন স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মাঠে নামবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেদিনই দ্বিতীয় গেমে সন্ধে সাড়ে ৭টায় মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স ও গুজরাট জায়ান্টস।
[আরও পড়ুন: ‘আমি কোচ হওয়ায় অসন্তুষ্ট হয়েছিল শচীন, অবসর নিতেও চেয়েছিল’, স্বীকারোক্তি কার্স্টেনের]
টুর্নামেন্টে মোট চারটি ডাবল হেডার থাকবে। ১১টি করে ম্যাচ হবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল এবং ব্রেবোর্ন স্টেডিয়ামে। লিগ পর্বের শেষ ম্যাচ ২১ মার্চ ইউপি ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। ২৪ মার্চ হবে এলিমিনেটর ম্যাচ। আর ২৬ মার্চ ডব্লিউপিএলের প্রথম মরশুমের ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রেবোর্ন স্টেডিয়াম।
সোমবার এই টুর্নামেন্টের নিলামে রেকর্ড ৩ কোটি ৪০ লক্ষ টাকায় আরসিবিকে নাম লেখান স্মৃতি মন্ধানা। আবার বাংলার মেয়ে রিচা ঘোষকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় কেনে বেঙ্গালুরু। ভারতীয় প্রমিলাবাহিনীর অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ১ কোটি ৮০ লক্ষে পায় মুম্বই ইন্ডিয়ান্স। ২ কোটি ৬০ লক্ষ টাকায় দীপ্তিকে তুলে নেয় ইউপি ওয়ারিয়র্স। ভারতীয় ব্যাটার জেমিমা রডরিগেজ ২.২ কোটি টাকায় খেলবেন দিল্লির জার্সিতে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। এই নিলামই যেন টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে।