shono
Advertisement
IPL 2025

'বিশ্বাসঘাতক এসে গেছে...', কেকেআর ম্যাচের আগে ধোনির মন্তব্যে সরগরম নেটপাড়া

কার সম্বন্ধে এই কথা বললেন মাহি?
Published By: Prasenjit DuttaPosted: 01:48 PM Apr 11, 2025Updated: 03:43 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তিনি ছিলেন এমএস ধোনির প্রাক্তন সতীর্থ। কিন্তু 'পুরানো সেই দিনের কথা' ভুলে সেই ডোয়াইন ব্রাভো এখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। চিপক আবার মিলিয়ে দিল দুই তারকাকে। অনুশীলন চলাকালীন দুই ক্রিকেটারের দেখা হয়। আর তারপর যেটা ঘটে, তা নিয়ে নেটপাড়ায় রীতিমতো হইচই।

Advertisement

প্রাক্তন সতীর্থকে দেখে সিএসকে অধিনায়ক বলেন, 'এই যে বিশ্বাসঘাতক এসে গেছে।' যদিও গোটা বিষয়টি মজার ছলেই হয়েছে। আসলে পুরনো সতীর্থকে দেখে এভাবেই তাঁকে স্বাগত জানান মাহি। ধোনির নেতৃত্বে সিএসকে'র হয়ে চারটি আইপিএল ট্রফি জিতেছেন ব্রাভো। ২০১১ থেকে ২০১৫ এবং ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত সিএসকে'র হয়ে চুটিয়ে খেলেছেন তিনি। প্রাক্তন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ২০২৩-২৪ সালে সিএসকে'র বোলিং কোচ ছিলেন। তবে এবার তিনি কেকেআরের পরামর্শদাতা।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কনুই ভেঙে গিয়েছে। তাই এবারের আইপিএল অভিযান তাঁর জন্য শেষ। এই পরিস্থিতিতে দলের নেতৃত্বভার তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

একজন আনক্যাপড ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে ধোনিই নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসকে। রুতুরাজের ছিটকে যাওয়ার খবরে সিএসকে ফ্যানেরা হতাশ হলেও 'থালা'র নেতৃত্ব ফিরে পাওয়ার খবরে তাঁরা খুশি। আর এই আবহে ব্রাভোর প্রতি ধোনির এই মন্তব্যে উত্তাল হল নেট দুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একসময় তিনি ছিলেন এমএস ধোনির প্রাক্তন সতীর্থ।
  • সেই ডোয়াইন ব্রাভো এখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর।
  • চিপক আবার মিলিয়ে দিল দুই তারকাকে।
Advertisement