shono
Advertisement

পারথ টেস্টে দল থেকে বাদ পড়লেন অশ্বিন ও রোহিত

কারা কারা সুযোগ পেলেন? The post পারথ টেস্টে দল থেকে বাদ পড়লেন অশ্বিন ও রোহিত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:46 PM Dec 13, 2018Updated: 04:46 PM Dec 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গেলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছিটকে গিয়েছেন রোহিত শর্মাও। অন্যদিকে এখনও চোট সারিয়ে দলে ফিরতে পারেননি তরুণ ওপেনার পৃথ্বী শ। স্বাভাবিকভাবেই ওয়াকার বাউন্সি পিচে নামার আগে ভারতীয় শিবিরের কাছে এই তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট বড় ধাক্কা। অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি। 

Advertisement

[ওয়াকার সবুজ পিচে মেজাজি কোহলি, দেখুন ভিডিও]

বৃহস্পতিবার পারথ টেস্টের জন্য ১৩ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। এই তিন ক্রিকেটারকে ছাড়াই ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। অ্যাডিলেড টেস্টে অতিরিক্ত ওয়ার্কলোডের খেসারত দিতে হল অশ্বিনকে। টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে অশ্বিন পেটের বাঁদিকের ব্যথায় ভুগছেন। অ্যাডিলেড টেস্টে একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন তিনি। নিজের কেরিয়ারে এক টেস্টে সবচেয়ে বেশি বোলিং অ্যাডিলেডেই করতে হয়েছিল টিম ইন্ডিয়ার এক নম্বর স্পিনারকে। প্রথম টেস্টে অশ্বিন মোট বল করেছেন ৮৭ ওভার। খালি দ্বিতীয় ইনিংসেই টানা ৫৩ ওভার বল করতে হয়েছে তাঁকে। এর জেরেই এই চোট বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, রোহিত প্রথম টেস্টের পঞ্চম দিন ফিল্ডিং করার সময় পিঠে চোট পান। অন্যদিকে, প্রথম অনুশীলন ম্যাচেই চোট পেয়েছিলেন পৃথ্বী।

[জানেন, আইপিএল নিলামে কোন ভারতীয় তারকার ন্যূনতম মূল্য সবচেয়ে বেশি?]

প্রথম টেস্টে জয়ের অন্যতম কারিগর ছিলেন অশ্বিন। তাই তাঁর অনুপস্থিতি ভারতের চাপ বাড়াতে পারে পারথে। যদিও, বিশেষজ্ঞদের একাংশ বলছেন পারথের সবুজ পিচে স্পিনারের অনুপস্থিতি খুব একটা ভোগাবে না কোহলিদের। তবে, ব্যাটসম্যান হিসেবে অশ্বিনের উপযোগিতার অভাব বোধ করবে ভারত। পেস সহায়ক পিচে অতিরিক্ত পেসার খেলাতে পারে ভারত। অন্যদিকে, রোহিতের অনুপস্থিতিতে পারথে সুযোগ পেতে পারেন হনুমা বিহারী।

পারথ টেস্টের জন্য ১৩ জনের ভারতীয় দলঃ বিরাট কোহলি, মুরলি বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জশপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব। 

 

The post পারথ টেস্টে দল থেকে বাদ পড়লেন অশ্বিন ও রোহিত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement