স্টাফ রিপোর্টার: ‘কফি উইথ করণ’-এ মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে ভারতীয় ক্রিকেট আকাশে যে ঝড় আমদানি করেছেন হার্দিক পাণ্ডিয়া এবং কেএল রাহুল, তা এখনও সমানে চলছে। হার্দিকদের ঘিরে বিতর্কের জেরে এবার ভারতীয় টিমকে আচরণগত কাউন্সেলিংয়ের ক্লাসে বসাতে চলেছে সিওএ (সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক প্যানেল)। সব কিছু ঠিকঠাক চললে, আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ভারতীয় টিম ফিরে এলে কাউন্সেলিংয়ের প্রথম সেশন হতে পারে। যা ভারতীয় ক্রিকেটে কখনও ঘটেছে কি না, স্মরণ করা যাচ্ছে না।
[আরও বিপাকে হার্দিক, মুখ ফিরিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্সও]
আসলে হার্দিকদের মন্তব্য ঘিরে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল ভারতীয় বোর্ডে। ভবিষ্যতে যাতে এই জিনিস আর না হয়, সে কারণেই এমন কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এই কাউন্সেলিংয়ের ক্লাস হবে। তবে দুই ‘নির্বাসিত’ ক্রিকেটার হার্দিক আর রাহুলের জন্য আলাদা সেশন বরাদ্দ থাকছে না। ভারতের সিনিয়র টিমের সঙ্গেই তাঁরা দু’জন সেশনে বসবেন। মনে করা হচ্ছে, সিনিয়র টিম তো বটেই। ভারতের অনূর্ধ্ব ১৯ টিমের কাছেও এই কাউন্সেলিং অতীব প্রাসঙ্গিক। বলা হচ্ছে, কুড়ি বছর বয়স হতে না হতেই অনেক ক্রিকেটার কোটিপতি হয়ে যাচ্ছেন আইপিএলের কারণে। যেমন সতেরো বছরের প্রভ সিমরান সিং আইপিএলের দৌলতে প্রায় পাঁচ কোটি টাকার মালিক এখন। বাংলার স্পিনার প্রয়াস রায় বর্মনের দর আইপিএল নিলামে উঠেছে দেড় কোটিরও বেশি। বলা হচ্ছে, অল্প বয়সে এত অর্থ ক্রিকেটারের মাথা ঘুরিয়ে দিতে পারে। জীবনে তার অনেক কিছুই সহজলভ্য মনে হতে পারে। সেটা যাতে না হয়, বিপুল অর্থপ্রাপ্তি সত্বেও ক্রিকেটারের পা যাতে মাটিতে থাকে, তার ব্যবস্থা করা দরকার। যে কারণে কাউন্সেলিং প্রয়োজন। প্রয়োজন লাইফ কোচের।
[কোহলিই সর্বকালের সেরা, বিরাটের প্রশংসায় বিশ্বজয়ী অজি অধিনায়ক]
তবে, কারা ভারতীয় টিমকে কাউন্সেলিং করাবে, এখনও ঠিক হয়নি। বীণা গৌড়া, যিনি মিটু বিতর্কে জর্জরিত বোর্ড সিইও রাহুল জোহরির জন্য একই সেশন করার পরামর্শ দিয়েছিলেন, তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, কর্পোরেট সংস্থা টিসিএসের একটা গ্রুপ আছে যারা ধরনের কাউন্সেলিং করিয়ে থাকে। তারা একটা বিকল্প। এদিকে হার্দিক কাণ্ডের জেরে মুখ খুলেছেন প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তিনি বলছেন, “তরুণ ক্রিকেটাররা আগেও ভুল করেছে, এখনও করছে, আমরা হাজার আটকানোর চেষ্টা করলেও আগামিদিনে আরও হবে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে ফেলি। আবার ক্রিকেটারদেরও সিস্টেমকে শ্রদ্ধা জানানো শিখতে হবে।”
The post হার্দিক কাণ্ডের জের, ভারতীয় দলের ক্রিকেটারদের ‘শিক্ষা’ দেবে বিসিসিআই appeared first on Sangbad Pratidin.