সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে রবিবার ছাড়পত্র দিল বিসিসিআই। সোমবার অধিনায়ক বিরাট কোহলির উপস্থিতিতে নির্বাচকদের বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করা হবে। রবিবার নয়াদিল্লিতে বিশেষ সাধারণ সভার ডাক দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই বৈঠকেই স্থির হয়, আগামী মাস থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত। তবে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসিকে আইনি নোটিসও পাঠাতে চলেছে ভারতীয় বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে টালবাহানা কম হয়নি। দল ঘোষণা নিয়ে বোর্ড যদি এ ভাবে ‘নাটক’ চালাতে থাকে তা হলে কপালে দুঃখ আছে বলে সতর্ক করে দেয় সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেল৷ গতকালই, বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন প্রশাসক প্যানেল বোর্ড কর্তাদের পরিষ্কার বলে দেয় যে, চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে কোনও আপস করা চলবে না৷ টাকাপয়সা নিয়ে আইসিসির সঙ্গে যাবতীয় ঝামেলা, সেটা আলোচনা করে মেটাতে হবে৷ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা নিয়ে রাজনীতি চলবে না৷
নয়াদিল্লিতে শনিবারের বৈঠকে উপস্থিত কেউ কেউ বলছিলেন যে, বোর্ড যুগ্ম সচিব অমিতাভ চৌধুরি নাকি বোর্ডের দাবিদাওয়া নিয়ে প্রায় কোনও কথাই বলেননি৷ যা বলেছেন, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী বলেছেন৷ এবং যাবতীয় কড়া ধমক তাঁকেই হজম করতে হয়েছে৷ শোনা গেল, অনিরুদ্ধ নাকি বলতে যান যে, আইসিসি ভারতের সঙ্গে অবিচার করছে৷ শুনে নাকি বিনোদ রাই বলে দেন, সেটা আপনাদের শশাঙ্ক মনোহরের সঙ্গে বৈঠকে বসে মেটাতে হবে৷ ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়া নিয়ে রাজনীতি চালিয়ে নয়! প্রশাসকরা বললেন বটে, কিন্তু শ্রীনিবাসন প্রভাবিত বোর্ডের অংশ তা শুনছে কোথায়? যা খবর, পুরো দক্ষিণাঞ্চলই নাকি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে বিরোধী৷ তাঁদের অভিমত হল, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টিম তুলে শিক্ষা দাও আইসিসিকে৷ বুঝিয়ে দাও, ভারত না খেললে কী হয়! তবে প্রশাসক প্যানেল পরিষ্কার বলে দেয়, যদি দল নির্বাচন নিয়ে রাজনীতি করা হয়, তারা সুপ্রিম কোর্ট যেতে দু’বার ভাববে না!
তবে আপাতত সেই সব সমস্যা মিটল। এখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিরাট কোহলির উপস্থিতিতে দল নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছেন দেশের কোটি কোটি ক্রীড়াপ্রেমী। বিসিসিআই প্রেসিডেন্ট সি কে খান্না জানিয়েছেন, সোমবার চূড়ান্ত দল ঘোষণা হবে।
The post চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত, সম্মতি দিল BCCI appeared first on Sangbad Pratidin.