স্টাফ রিপোর্টার: আর কয়েক মাস পরেই শুরু হয়ে যাবে আইপিএল (IPL)। ইতিমধ্যেই আইপিএলের প্রধান স্পনসর খোঁজা শুরু করে দিয়েছে ভারতীয় বোর্ড। কিন্তু খবর হল, চিনে সংস্থাদের থেকে দরপত্র না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু চিনই নয়। ভারতের সঙ্গে যে সমস্ত দেশের সম্পর্ক শীতল, তাদের থেকে দরপত্র না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে মাঝে ভারত-চিন সীমান্ত উত্তেজনার সময় চিনা মোবাইল সংস্থা ভিভো আইপিএলের স্পনসর থাকায় তীব্র বিতর্ক বেঁধে গিয়েছিল। শেষ পর্যন্ত চুক্তি ছিন্ন করে বেরিয়ে যায় ভিভো। আইপিএলের প্রধান স্পনসর হয়ে যায় টাটা গ্রুপ।
[আরও পড়ুন: শাহ-নাড্ডার সফরের মাঝেই অপসারিত অনুপম, দল বিরোধী মন্তব্যের শাস্তি?]
যে কারণে এ বার চিনা সংস্থার থেকে দরপত্র গ্রহণে অনীহা। এ ছাড়াও যে সব সংস্থা ফ্যান্টাসি গেমস, ক্রিপ্টোকারেন্সি, বেটিং সংস্থার থেকেও দরপত্র না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু স্পোর্টসওয়্যার প্রস্তুতকারক সংস্থাকেও ব্রাত্য করা হচ্ছে বলে জানা গিয়েছে। টাটা গ্রুপের সঙ্গে বোর্ডের চুক্তি গত বছরই শেষ হয়ে গিয়েছে। যে সংস্থার সঙ্গেই শেষ পর্যন্ত চুক্তি হোক, ২০২৮ পর্যন্ত হবে। আগামী পাঁচ বছরের জন্য। প্রধান স্পনসরশিপ সত্ত্বের রিজার্ভ প্রাইস রাখা হয়েছে বছর পিছু ৩৬০ কোটি টাকা। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, দরপত্র নিয়ে বিভিন্ন সংস্থাদের উৎসাহ মারাত্মক কিছু নয়।
যা শোনা যাচ্ছে, তাতে মার্চের শেষ দিকে শুরু হতে এবারের আইপিএল।
এবার এই টুর্নামেন্টের আলাদারকমের গুরুত্বও রয়েছে। কারণ আইপিএল শেষ হওয়ার দিন দশেকের মধ্যেই বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। ফলে বেশিরভাগ ক্রিকেটারই বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে আইপিএলকে দেখছে। অনেকে তা বলেও দিয়েছেন। ভারতীয় দলও ভীষণরকমভাবে চাইছে বিশ্বকাপটা জিততে। মাস খানেক আগে ফাইনালে উঠেও শেষমেশ ব্যর্থ হতে হয়েছিল রোহিত শর্মাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে দুঃখ হয়তো কিছুটা ভোলা যাবে।