সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর আইপিএল (IPL) যে দেশের মাটিতেই হবে, সেটা অনেক আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)। আপাতত যা জল্পনা, সেটা দুটি বিষয়ে। এক, ভারতে হলে কোন কোন ভেন্যুতে এই মেগা টুর্নামেন্ট হবে? দুই, করোনা আবহে কি সমর্থকরা খেলা দেখতে যাওয়ার সুযোগ পাবেন?
বোর্ড সূত্রের খবর, দেশের করোনা (Coronavirus) পরিস্থিতির যদি তেমন উন্নতি নাও হয়, তাও এবার আইপিএল দেশের মাটিতেই আয়োজন করবে বিসিসিআই। মেগা টুর্নামেন্ট বিদেশে সরানোর কথা ভাবা হচ্ছে না। তবে, দেশের মাটিতে আইপিএল হলেও আগের মতো আলাদা আলাদা ভেন্যুতে খেলা হবে না। গোটা টুর্নামেন্ট হতে পারে একটি বা দু’টি রাজ্যে। প্রথমে শোনা গিয়েছিল গোটা টুর্নামেন্ট হবে শুধু মহারাষ্ট্রের মুম্বই এবং পুণেতে। সেক্ষেত্রে ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল স্টেডিয়ামের মতো কয়েকটি মোট ৩টি স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছে।
[আরও পড়ুন: ‘লড়াইটা নিজের সঙ্গেই’, সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট কোহলির]
কিন্তু শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, শুধু মুম্বইয়ের তিন স্টেডিয়াম নয়, আইপিএলের নক-আউট পর্বের ম্যাচগুলি হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) একান্তভাবেই চাইছেন আহমেদাবাদে আইপিএলের নক-আউট পর্বের আয়োজন করতে। যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।
[আরও পড়ুন: U-19 World Cup: বাংলার রবির তেজে মধুর প্রতিশোধ, বাংলাদেশকে হারিয়ে শেষ চারে ভারত]
আইপিএলে মাঠে দর্শক ফেরার সম্ভাবনাও আরও উজ্বল হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বিসিসিআই আইপিএলে অন্তত ২৫ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করানো যায় কিনা, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। মহারাষ্ট্রে এখন এমনিতেই করোনা গ্রাফ নিম্নমুখী। বিসিসিআইয়ের আশা এই মুহূর্তে দেশে করোনা সংক্রমণ চরমে থাকলেও এপ্রিলের আগেই তা নিম্নমুখী হবে। বিশেষজ্ঞদের ধারণা, খুব বেশি হলে মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে। সেক্ষেত্রে মাঠে দর্শক থাকলে কোনও অসুবিধা হবে না। টুর্নামেন্ট এগোলে দর্শকসংখ্যা আরও বাড়ানো যেতে পারে।