সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সংকল্প নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির আসনে বসেছেন অনুরাগ ঠাকুর৷ তাঁর নিজের যেমন বেশ কিছু পরিকল্পনা রয়েছে, তেমনই রয়েছে প্রত্যাশার চাপও৷ ক্রিকেটকে কলঙ্কমুক্ত করার পাশাপাশি প্রতিবন্ধী ক্রিকেটের দিকেও নজর রয়েছে অনুরাগের৷
বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে আসিন হওয়ার পরই তিনি ঘোষণা করেন মূক ও বধিরদের ক্রিকেটের জন্য ৫ কোটি টাকা ব্যায় করা হবে৷ তাঁর এই ঘোষণায় আনন্দিত ডিফ ক্রিকেট সোসাইটি (ডিসিএস)৷ অনুরাগের সঙ্গে দেখা করে সভাপতির তাঁকে অভিনন্দন জানান ডিসিএস-এর আধিকারিকরা৷
ডিসিএস-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি পদের আসার পরই অনুরাগ ঠাকুর মূক ও বধির এবং দৃষ্টিহীন ক্রিকেটারদের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ যা সত্যিই প্রশংসনীয়৷ আগামী পাঁচ বছর ধরে ওই অর্থ প্রতিবন্ধী ক্রিকেটারদের খাতে ব্যায় করা হবে৷
The post প্রতিবন্ধী ক্রিকেটের জন্য ৫ কোটি টাকার ঘোষণা অনুরাগের appeared first on Sangbad Pratidin.