সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নাগরিকত্ব (সংশোধিত) আইন (CAA) নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগে এ বিষয়ে তাঁর মেয়ে সানা ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে বিতর্ক জড়িয়েছিল।শেষপর্যন্ত বিতর্ক থামাতে খোদ বিসিসিআই প্রেসিডেন্টকে আসরে নামতে হয়। সেসময় টুইট করে সৌরভ দাবি করেছিলেন, “সানা অনেকটাই ছোট। এবিষয় ও কিছু বোঝে না। তাঁকে এই বিতর্ক থেকে দূরে রাখুন।” এরপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন দাদা-ও।
এরপরই শুক্রবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। CAA সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, “সম্পূর্ণ বিলটাই তো পড়িনি। তাই বিলের রাজনৈতিক বিষয় নিয়ে কিছুই বলব না। আমার মনে হয়, বিষয়টা বোঝার আগে কিছু বলা উচিৎ হবে না।” যা শুনে নেটিজেনদের দাবি, “দাদা ধরি মাছ, না ছুঁই পানি অবস্থান নিচ্ছেন।”
[আরও পড়ুন : এনআরসি ইস্যুতে নরম সুর! পালটা কংগ্রেসকেই তোপ প্রশান্ত কিশোরের]
নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদে ওঠার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই সেই বিল আইনে পরিণত হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে প্রতিবাদের ঝাঁজও। পড়ুয়া থেকে বর্ষীয়ান নাগরিক, খেটে খাওয়া মজদুর থেকে রূপালি পর্দার তারকা-একসঙ্গে সকলে পথে নেমেছেন। বির্তকিত আইন প্রত্যাহারে দাবিতে গলা মিলিয়েছেন সকলেই। তবে সেই প্রতিবাদী স্বর রোধ করতে পুলিশ-প্রশাসনও আগ্রাসী হয়েছে বলে অভিযোগ। আন্দোলনে নেমে উত্তর-পূর্ব ভারতে প্রাণ হারিয়েছেন পাঁচজন। বিশ্ববিদ্যালয় চত্বরে আক্রান্ত হয়েছে পড়ুয়ারাও। তাও প্রতিবাদ চলছে। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, ধর্মের উপর ভিত্তি করে সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদের চেষ্টা চলছে। দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্র বদলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
[আরও পড়ুন : হাততালি এত কম কেন? বক্তৃতা চলাকালীনই অসন্তোষ প্রকাশ মোদির]
এমন পরিস্থিতিতে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন সৌরভ। এ বিষয়ে তিনি বলেন, “সকলকে শান্তি বজায় রাখার আর্জি জানাব। আমার জন্য সকলের খুশিটাই জরুরি।” তাঁর কথায়, “এ বিষয়ে কথা বলার জন্য বিশেষজ্ঞরা তো আছেনই।”
The post সানাকে নিয়ে বিতর্কের মধ্যেই CAA ইস্যুতে মুখ খুললেন সৌরভ appeared first on Sangbad Pratidin.