সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে বিশ্বকাপে লিগ পর্বে ন’ম্যাচের ৯টাতেই জিতে শেষ চারে পৌঁছেছিল ভারত। সেমিফাইনালে কিউয়িদের দুরমুশ করে ১২ বছর পর ফাইনালের টিকিট পাকা করেন রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে অজিবাহিনীর কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দলের। আরও একবার অধরা থেকে যায় বিশ্বজয়ের মাধুরী। আর তাই বিশ্বকাপ শেষ হতেই আগামী চার বছরের পরিকল্পনা শুরু করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন রোহিতের ভবিষ্যৎ নিয়ে।
বিরাট কোহলির (Virat Kohli) হাত থেকে নেতৃত্বের ব্যাটন নিজের হাতে তুলে নিয়েছিলেন রোহিত। তবে কোহলির মতোই আইসিসি টুর্নামেন্টে বারবার মুখ থুবড়ে পড়েছেন তিনিও। তাছাড়া ৪ বছর পর রোহিতের বয়স হয়ে যাবে ৪১ বছর। সেক্ষেত্রে তাঁর বিশ্বকাপ খেলার আশা ক্ষীণ। তাই সাদা-বলে পরবর্তী ফুলটাইম অধিনায়কের দায়িত্ব কাকে দেওয়া যেতে পারে, তার পরিকল্পনা এখন থেকেই শুরু করতে চলেছে বিসিসিআই। শোনা যাচ্ছে, শীঘ্রই রোহিত এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা।
[আরও পড়ুন: ‘এবার শুধরে যান’, প্রাক্তন পাক তারকাকে তোপ শামির, কেন রেগে গেলেন ভারতীয় পেসার?]
সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন ভারতীয় দলের হিটম্যান। জানিয়েছেন, তাঁকে ছাড়া টি-টোয়েন্টি দলের পরিকল্পনা করলে তাঁর কোনও আপত্তি নেই। এমনিতেই কুড়ি-বিশের ফরম্যাটে তরুণ ব্রিগেডের উপরই জোর দিচ্ছেন নির্বাচকরা। আগামী বছর জুনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে স্ট্র্যাটেজি তৈরি করে নিতে চায় বোর্ড। তাই যা খবর, আপাতত ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফোকাস রোহিতের।
সব ঠিকঠাক থাকলে তাঁর নেতৃত্বেই খেলবে দল। তবে একইসঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টির ভবিষ্যৎ নেতা বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। হার্দিক পাণ্ডিয়ার চোট ভাবাচ্ছে নির্বাচকদের। তাই বিকল্প ভাবনাও থাকছে বোর্ডের। সবমিলিয়ে ভারতীয় দলের দায়িত্বে যে বড়সড় বদল ঘটতে চলেছে, সে ইঙ্গিত স্পষ্ট।