shono
Advertisement

Breaking News

সৌরভরা দায়িত্ব নিতেই পদত্যাগ বোর্ডের শীর্ষকর্তার! এখনও গৃহীত হয়নি ইস্তফাপত্র

সৌরভ প্রেসিডেন্ট হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় শীর্ষকর্তা পদত্যাগ করলেন। The post সৌরভরা দায়িত্ব নিতেই পদত্যাগ বোর্ডের শীর্ষকর্তার! এখনও গৃহীত হয়নি ইস্তফাপত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 02:24 PM Feb 16, 2020Updated: 02:24 PM Feb 16, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদত্যাগ করলেন বিসিসিআইয়ের প্রথম সিইও রাহুল জোহরি (Rahul Johri)। বোর্ড সূত্রের খবর, বেশ কিছুদিন আগেই নিজের ইস্তফাপত্র বোর্ড কর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন রাহুল। তবে, এখনও সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। বোর্ড কর্তারা রাহুল জোহরির সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে সূত্রের খবর।

Advertisement

বিসিসিআইয়ের (BCCI) টালমাটাল পরিস্থিতির সময় প্রথমবারের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও পদটি তৈরি হয়। বোর্ডের প্রথম সিইও হিসেবে বেছে নেওয়া হয় সেসময় ডিসকভারি নেটওয়ার্কের শীর্ষকর্তা রাহুল জোহরিকে। ২০১৬ সালে রাহুল যখন প্রথমবার সিইও পদে আসীন হন, তখন বোর্ডের সভাপতি ছিলেন শশাঙ্ক মনোহর। সচিব ছিলেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শশাঙ্ক-অনুরাগের অধীনে কাজ করার পর সুপ্রিম কোর্ট নির্দেশিত প্রশাসক প্যানেলের অধীনেও কাজ করেছেন রাহুল জোহরি।

[আরও পড়ুন: ‘সমালোচনা করার জন্য অনেকে টাকা পান’, বুমরাহর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক শামি]

আসলে সিইও পদটি তৈরিই করা হয়েছিল লোধা কমিটির সুপারিশের ভিত্তিতে। সুপ্রিম কোর্ট নির্দেশিত প্রশাসক প্যানেল দায়িত্ব নেওয়ার পর সেই পদটির গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ, সেসময় বোর্ডের সভাপতি বা সচিব পদে কেউ ছিলেন না। রাহুল জোহরির হাত ধরে আর্থিকভাবে বড়সড় লাভেরও মুখ দেখে বোর্ড। তিনিই আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব মোটা টাকায় বিক্রি করেন স্টার ইন্ডিয়ার কাছে। এই চুক্তিতে বোর্ডের কোষাগারে ঢোকে ১৬ হাজার ৩৪৮ কোটি টাকা। সিইও হিসেবে বেশ দাপটের সঙ্গেই কাজ করেছিলেন এতদিন।

[আরও পড়ুন: প্রকাশ্যে আইপিএলের সূচি, দেখে নিন লিগ পর্বে কেকেআর ম্যাচের পূর্ণাঙ্গ তালিকা]

সূত্রের খবর, অক্টোবরে সৌরভের (Sourav Ganguly) নেতৃত্বে নতুন করে বোর্ড কমিটি নির্বাচিত হওয়ার পরই ইস্তফা দেওয়ার ব্যাপারে  মনস্থির করেছিলেন জোহরি। বেশ কিছুদিন আগেই ইস্তফা দেন তিনি। এতদিন ধরে তাঁর ইস্তফাপত্র আটকে। নাম জানাতে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, রাহুল জোহরির পদত্যাগপত্র গ্রহণ করা হবে। তবে, সেজন্য কিছুটা সময় লাগবে। এখনও আমরা ওঁর সঙ্গে আলোচনা করছি। রাহুলই প্রথম নন, সৌরভদের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর বোর্ডের চিফ ফাইনান্সিয়াল অফিসার সন্তোষ রাঙ্গনেকরও ইস্তফা দিয়েছেন। তবে, নোটিস পিরিয়ডে থাকাই এখনও কাজ চালিয়ে যেতে হচ্ছে তাঁকে।

The post সৌরভরা দায়িত্ব নিতেই পদত্যাগ বোর্ডের শীর্ষকর্তার! এখনও গৃহীত হয়নি ইস্তফাপত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement