-
- ফটো গ্যালারি
- Before the lok sabha election 2024 politics mixed with courtesy candidates are in festive mood
দোলের আগে রাজনীতি মিশে গেল সৌজন্যে, আবিরে উৎসবে মাতলেন প্রার্থীরা
Tap to expand
রবিবাসরীয় ভোট প্রচারে সৌজন্যের রাজনীতি তৃণমূল ও বিজেপির। সাত সকালে প্রতিদ্বন্দ্বীকে সঙ্গে নিয়ে চায়ের আড্ডায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী মনোজ টিগগা ও আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক বর্তমানে তৃণমূল নেতা সুমন কাঞ্জিলাল।
Tap to expand
দোলের আগে ভোটের প্রচারে আবির খেললেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ও সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র (Lovely Maitra)।
Tap to expand
দলের রং বদল হলেও হঠাৎ সাক্ষাতে চায়ের আড্ডায় খোশমেজাজে দেখা গেল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ (Manoj Tigga) ও তৃণমূল নেতা সুমনকে (Suman Kanjilal)।
Tap to expand
মনোজ টিগগা বলেন, "আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে আমি প্রায়ই চা খেতে আসি। এদিন প্রচার সেরে এখানে এসে দেখি সুমনদা বসে। একসঙ্গে চা খেলাম। কুশল বিনিময় হল। রাজনীতি থাকবে, একইসঙ্গে সৌজন্যটাও থাকা দরকার।"
Tap to expand
বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "রাজনৈতিক পরিচয়ের বাইরে আমরা সকলেই মানুষ। সৌজন্য দেখিয়েছি।"
Tap to expand
যাদবপুর কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ ও সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রকে প্রচারের ফাঁকে দেখা গেল আবির খেলতে। রাজপুর সোনারপুর পৌরসভার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে এদিন নির্বাচনী প্রচার সারেন তারা। পুজো দেন স্থানীয় শিব মন্দিরে।
Tap to expand
দুর্গাপুরে গেমনব্রিজ এলাকায় রবিবার প্রাক বসন্ত উৎসবে মাতলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
Tap to expand
বসন্ত উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
Published By: Amit Kumar DasPosted: 02:55 PM Mar 24, 2024Updated: 04:00 PM Mar 24, 2024