সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই বিপাকে পড়লেন টিম ইন্ডিয়ার তিন ক্রিকেটার৷ বিয়ারের বোতল হাতে ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন লোকেশ রাহুল৷ তাঁর সঙ্গে রয়েছেন উমেশ যাদব ও স্টুয়ার্ট বিনি৷ আর তাতেই চটেছে বিসিসিআই৷
সমুদ্রসৈকত ও বিয়ার, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দুই আকর্ষণীয় বস্তু৷ আর সেই আকর্ষণ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারেননি ভারতীয় দলের ক্রিকেটাররাও৷ তাতেই বোর্ডের বিরাগভাজন হতে হল টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারকে৷
দিন দশেক আগেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে অনিল কুম্বলে অ্যান্ড কোম্পানি৷ সেখানে প্র্যাক্টিসের ফাঁকে কখনও বিচভলিতে মেতেছেন বিরাটরা, তো কখনও টিম হোটেলের লনে যোগ ব্যায়াম করেছেন৷ দলের হেড স্যার বিরাটদের বোটে চাপিয়ে অতল সমুদ্রে পাড়িও দিয়েছেন৷ স্কুবা ডাইভিং থেকে স্নর্কলিং, সবই চলেছে পুরোদস্তুর৷ সেসবে কোনও আপত্তি দেখায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড৷ কিন্তু রাহুলদের এমন ছবিতে বিরক্ত হয়েছেন বোর্ড কর্তারা৷ বিসিসিআই-এর তরফে বলা হয়েছে, ক্রিকেটারদের একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণ রেখার মধ্যে থাকা উচিত৷ রাহুলদের এই ছবি মাত্রা ছাড়িয়ে গিয়েছে৷ কারণ ক্রিকেটারদের দেখানো পথকেই আদর্শ বলে মনে করে দেশের যুবপ্রজন্ম৷ উঠতি ক্রিকেটাররাও যা দেখবে, তাই শিখবে৷ তাই বিয়ারের বোতল নিয়ে ছবি তুলে পোস্ট করলে ভারতীয় দলেরই ভাবমূর্তি নষ্ট হয়৷
আগামী দিনে ক্রিকেটাররা যাতে এধরনের ছবি পোস্ট না করেন, তার জন্য বিসিসিআই-এর তরফে সতর্ক করা হয়েছে৷ ছবিটি পরে সোশ্যাল সাইট থেকে ডিলিট দেওয়া করে হয়৷
The post নিয়ন্ত্রণে থাকো, ক্রিকেটারদের কড়া বার্তা বোর্ডের appeared first on Sangbad Pratidin.