shono
Advertisement

Breaking News

Ishan Porel

চোটের কবলে ঈশান পোড়েল, বাকি মরশুমে অনিশ্চিত বাংলার পেসার

রনজি ট্রফিতে কর্নাটক ম্যাচ খেলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন ঈশান।
Published By: Arpan DasPosted: 08:44 PM Dec 07, 2024Updated: 08:44 PM Dec 07, 2024

স্টাফ রিপোর্টার: চোটের কবলে ঈশান পোড়েল। বাংলার পেসার অন্তত ৬ মাসের জন্য মাঠের বাইরে বলেই খবর। অর্থাৎ বাকি মরশুমই শেষ হয়ে যেতে পারে ঈশানের জন্য। রনজিতে আগুনে ফর্মের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু সেটা বাধা পেল চোটের জন্য।

Advertisement

রনজি ট্রফিতে কেরলের বিরুদ্ধে ৬ উইকেট তুলে নিয়েছিলেন ঈশান। তার পর কর্ণাটক ম্যাচেও তাঁর ঝুলিতে ছিল ৪ উইকেট। আর সেই ম্যাচেই গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। তার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দুটি ম্যাচ খেলেছেন। সেখানে অবশ্য উইকেট পাননি। কিন্তু পরের ম্যাচগুলোতে আর খেলেননি। গোড়ালির চোটে গুরুতর সমস্যায় পড়েছেন তিনি। এখন যা অবস্থা তাতে ঈশানের মরশুম শেষ বলেই ধারণা।

সৈয়দ মুস্তাক আলিতে এর পর প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা। সেখানে সামনে চণ্ডীগড়। সেই বাধা টপকাতে পারলে মুস্তাক আলির বাকি ম্যাচ। এছাড়া রয়েছে বিজয় হাজারে ট্রফি। তার পর রনজির বাকি ম্যাচ। কিন্তু ৫-৬ মাস মাঠের বাইরে চলে যেতে পারেন ঈশান। সেক্ষেত্রে বাংলার হয়ে এই মরশুমে আর কোনও টুর্নামেন্টে নামতে পারবেন না প্রতিশ্রুতিমান পেসার। এমনিতে ঈশানের জীবনযাত্রা বেশ শৃঙ্খলাবদ্ধ। তার পরও কীভাবে বার বার চোট পাচ্ছেন, সেটা নিয়েই উদ্বেগে বাংলা টিম ম্যানেজমেন্ট। ঈশানকে যদি এবার রনজির পরবর্তী পর্বেও না পাওয়া যায়, বাংলা টিমের কাছে তা যে বড় ধাক্কা, না বললেও চলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোটের কবলে ঈশান পোড়েল। বাংলার পেসার অন্তত ৬ মাসের জন্য মাঠের বাইরে বলেই খবর।
  • অর্থাৎ গোটা মরশুমই শেষ হয়ে যেতে পারে ঈশানের জন্য।
  • রনজিতে আগুনে ফর্মের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু সেটা বাধা পেল চোটের জন্য।
Advertisement