অর্ণব আইচ: রাজ্যের শিক্ষাসচিব মনীশ জৈনের বাড়ি থেকে উদ্ধার তাঁর পরিচারিকার দেহ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ঘটেছে এই ঘটনাটি। বালিগঞ্জ থানার পুলিশ পরিচারিকার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
ময়নাতদন্তের পর পুলিশকে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই ওই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম পার্বতী সাউ (৫০)। বালিগঞ্জ এলাকার বালিগঞ্জ সার্কুলার রোডে আইএএস আবাসনে থাকেন মনীশ জৈন। ওই আবাসনের পরিচারকদের জন্য ঘরেই থাকতেন ওই মহিলা। সকাল থেকেই তাঁর সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তাই বালিগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়।
[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে প্রাধান্য বিজেপি সমর্থকদের! রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল]
পুলিশ দরজার লক ভেঙে ওই মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই মহিলার আসল বাড়ি হাওড়ার সালকিয়ায়। পরিবারের লোকেদের হাতে দেহটি তুলে দেওয়া হয়েছে। এদিকে, পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের একটি বাড়ি থেকে বস্কো গেল (৭৪) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় বলে জানিয়েছে পুলিশ।