RG Kar কাণ্ডে বিচার চেয়ে রাস্তায় সঙ্গীতশিল্পীরা, শাস্তির দাবি লোপামুদ্রা-শিলাজিৎ-কৌশিকীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
Tap to expand
বিচারের দাবি চলছে, চলবে। এমনই ভাব গোটা দেশের। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যারা দোষী তাদের শাস্তি চেয়ে এবার রাস্তায় নামলেন বাংলার সঙ্গীতশিল্পীরা।
Tap to expand
এদিন সন্ধ্যায় সাদার্ন এভিনিউতে শিল্পীরা একজোট হন। সামনে ধরা ব্যানার। 'RG Kar কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে', এই কথাই লেখা হয় ব্যানারে।
Tap to expand
নব নালন্দা থেকে গোলপার্ক পর্যন্ত পদযাত্রা হয়। তাতেই বিচারের দাবিতে সরব হন লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা, অন্বেষারা।
Tap to expand
পদযাত্রায় ছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়, উজ্জয়িনী, প্রশ্মিতারাও। তাঁদের সঙ্গেই পা মেলান মনোময়, অনীক, শিলাজিৎরা।
Tap to expand
বিচারের দাবি স্লোগান দেওয়া হয় মিছিলে। এর পাশাপাশি গাওয়া হয় গান। সমবেত কণ্ঠের সেই গানেই প্রতিবাদ হয় তীব্রতর। ছবি: অরিজিৎ সাহা।
Published By: Suparna MajumderPosted: 08:43 PM Aug 19, 2024Updated: 09:36 PM Aug 19, 2024
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।