রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কেন্দ্রীয় বাহিনীর পর এবার নতুন দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। তাঁর নতুন দাবি, একাধিক দফায় হোক পঞ্চায়েত ভোট (Panchayat Election)। এই দাবির সপক্ষে ব্যাখ্য়া হিসেবে সুকান্ত মজুমদার জানাচ্ছেন, ৮০০ কোম্পানির বেশি বাহিনী একেবারে দেওয়া কোনও সরকারের পক্ষেই সম্ভব নয়। তাই আলাদা আলাদা দিনে ভোট হলে, পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর অধীনে সুষ্ঠুভাবে ভোট হতে পারে। তাই তাঁর দাবি, রাজ্য নির্বাচন কমিশনের উচিত একাধিক দফায় ভোট করানোর প্রস্তাব দেওয়া।
হাই কোর্টের নির্দেশ মেনে শেষপর্যন্ত পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রের কাছে অতিরিক্ত ৮০০ কোম্পানি বাহিনী (Central Force) চেয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। তার আগে প্রতি জেলার জন্য ১ কোম্পানি করে মোট ২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। তা নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনারকে ভর্ৎসনা করে। জানানো হয়, সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করাতে হলে ২০১৩ সালের চেয়ে বেশি বাহিনী দরকার। কারণ, এবারে জেলার সংখ্যা আরও বেশি।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে আরও ৮০০ কোম্পানি বাহিনী চাইল কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি রাজীব সিনহার]
এবার হাই কোর্টের সেই নির্দেশ মেনে বাড়তি কেন্দ্রীয় বাহিনী চেয়ে বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লেখেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হল। এর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, ”এখন কোর্টের কথায় নাকখত দিয়ে বাড়তি বাহিনী চাইছে। তবে একদিনে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া কোনও কেন্দ্র সরকারের পক্ষে সম্ভব না। কমিশনের উচিত, একাধিক দফায় ভোট করা। তাহলেই পর্যাপ্ত বাহিনীর আওতায় সুরক্ষিতভাবে ভোট হবে। আগের বিধানসভা নির্বাচন ৫ দফায় হয়েছিল। তাই কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে মোতায়েন করা গিয়েছিল। পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করতে চাইলে সেটাই করা উচিত।”