shono
Advertisement

Bengal Panchayat Election: ‘অশান্ত’ মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা, ভোটে দফা বাড়ানোর দাবিতে ফের হাই কোর্টে অধীর

মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।
Posted: 12:03 PM Jul 03, 2023Updated: 12:38 PM Jul 03, 2023

গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) বাকি মাত্র চারদিন। এখনও দফা বাড়ানোর দাবিতে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রথম থেকেই চলছে টানাপোড়েন। ৮৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায় রাজ্য। তবে এখনও সেই দাবিপূরণ হয়নি। আদৌ রাজ্যে সবমিলিয়ে ৮৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে এক দফা ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আশঙ্কা অধীররঞ্জন চৌধুরীর।

[আরও পড়ুন: কৃষি মন্ত্রকে চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকার জালিয়াতি, গ্রেপ্তার মন্ত্রকেরই ‘ভুয়ো’ কর্তা!]

তাঁর দাবি, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায় বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাই এক দফা নির্বাচন হলে কখনও তা শান্তিপূর্ণ হতে পারে না। তাই ভোটে দফা বাড়ানোর দাবিতে ফের হাই কোর্টে অধীর।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভোটের দফা বৃদ্ধির আরজি জানান অধীর। এই মামলার দ্রুত শুনানিরও আবেদন জানান তিনি। আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। অধীরের মামলা পরিপ্রেক্ষিতে ভোটের দফা বৃদ্ধি হয় কিনা, সেদিকেই নজর সকলের।

[আরও পড়ুন: পুরনো বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু শ্রমিকের, আসানসোলে জনরোষ, ভাঙচুর তৃণমূল কার্যালয়েও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement