আলাপন সাহা: মহম্মদ শামিকে রেখেই আসন্ন রনজি ট্রফির (Ranji Trophy 2024) জন্য প্রাথমিক দল ঘোষণা করল বাংলা। আগস্টে শহরে এক অনুষ্ঠানে এসে শামি নিজেই জানিয়ে গিয়েছিলেন যে তিনি যে বাংলার হয়ে বেশ কয়েকটা ম্যাচে খেলবেন। বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন ভারতীয় এই তারকা পেসার। তারপর তাঁর অস্ত্রোপচার হয়।
এনসিএ-তে রিহ্যাব পর্ব প্রায় শেষের পথে শামির (Mohammed Shami)। নেটে ধীরে ধীরে বোলিংও শুরু করেছেন। মনে করা হচ্ছে, নিউজিল্যান্ড সিরিজ থেকে তিনি আবার জাতীয় দলে ফিরবেন। তার আগে অবশ্য এক-দুটো রনজি ম্যাচ খেলে নেবেন তিনি। ১১ অক্টোবর থেকে রনজি অভিযান শুরু করছে বাংলা। এখন জোরকদমে প্রস্তুতি চলছে।
[আরও পড়ুন: ‘খেলার দুনিয়ায় উন্নতি করতে সদা সচেষ্ট সরকার’, জাতীয় ক্রীড়া দিবসে খেলোয়াড়দের বার্তা মোদির]
বুধবার সিএবির তরফ থেকে রনজি প্রাথমিক দল নির্বাচন করে ফেলা হল। তাতে অবশ্য বিশেষ কোনও চমক নেই। অভিমন্যু ঈশ্বরণ থেকে সুদীপ ঘরামি, সবাই রয়েছেন। গত দুই মরশুমে ত্রিপুরার হয়ে খেলে আবার ঘরে ফিরেছেন ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়। দু’জন ফিরে আসায় বাংলার ব্যাটিং শক্তি যে আরও বাড়ল, সেটা বলে দেওয়াই যায়। এদিন ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
বুধবারই দুবরাজপুর থেকে বাংলা দল ক্যাম্প করে ফিরেছে। আপাতত যা ঠিক আছে, তাতে ৭ সেপ্টেম্বর থেকে ফের ক্যাম্প শুরু হওয়ার কথা। পরিকল্পনা আছে পাঞ্জাবের সঙ্গে কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলারও। সবমিলিয়ে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না বঙ্গ টিম ম্যানেজমেন্ট।