দীপঙ্কর মণ্ডল: প্রায় দু’বছর আগে উচ্চমাধ্যমিকস্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশের পর ৪১৯৬ জনের প্যানেল প্রকাশ হয়েছে। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সূত্রে খবর, ২৬০ জন প্রার্থী চাকরি নিচ্ছেন না। প্রান্তিক এলাকায় পোস্টিং পাওয়ায় এই অনীহা বলে মনে করছে এসএসসি। এছাড়াও কর্মরত শিক্ষকদের মধ্যে ১৩৭ জন সাক্ষাৎকারে আসেননি। ৮৪ জন কর্মরত শিক্ষক নতুন পোস্টিং প্রত্যাখ্যান করেছেন।
[পরীক্ষায় টোকাটুকি রুখতে বন্ধ ইন্টারনেট, বিপুল ক্ষতির মুখে টেলিকম সংস্থাগুলি]
কমিশনের চেয়ারপার্সন শর্মিলা মিত্র এ প্রসঙ্গে বলেন, “কী কারণে শিক্ষকতার চাকরি প্রত্যাখ্যান করা হচ্ছে তা জানা সম্ভব নয়। কেউ হয়তো ইতিমধ্যে অন্য চাকরি পেয়ে গিয়েছেন। আবার জঙ্গলমহলের মতো প্রান্তিক এলাকায় কাজ না করার ইচ্ছা থেকেও প্রত্যাখ্যানের ঘটনা ঘটতে পারে। তবে সবাইকে আবার চিঠি দিয়ে ডাকা হবে। প্রার্থীরা চাকরি নেবেন কি না তা লিখিতভাবে জানানো উচিত।” প্রসঙ্গত, আদালতে মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যায়। উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন চলছে। এখনও প্যানেল প্রকাশ হয়নি। কবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তা জানাতে পারেনি এসএসসি।
[মায়ের কথা মনে পড়ে গেল, বৃদ্ধার সাহায্যার্থে এই কাজটাই করলেন পুলিশ আধিকারিক]
The post শিক্ষকের চাকরি প্রত্যাখ্যান বহু প্রার্থীর, কারণটা কী? appeared first on Sangbad Pratidin.