শুভঙ্কর বসু: মহামারী পরিস্থিতিতে নির্বাচন সংঘটিত করে গোটা দেশে নজির তৈরি করেছে পড়শি রাজ্য বিহার। তার থেকেও উন্নত মানের ভোট সংগঠিত করতে চায় পশ্চিমবঙ্গ। সোমবার ভিডিও কনফারেন্স করে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকদের একথা বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব।
[আরও পড়ুন: সরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধের প্রস্তাবে অনুমোদন অসম মন্ত্রিসভার]
অবাধ ভোট সংগঠিত করার প্রথম ধাপ হল নির্ভুল ভোটার তালিকা তৈরীর কাজ নিশ্চিত করা। ১৮ নভেম্বর থেকে সেই কাজ শুরু হয়েছে চলবে আজ ১৫ ডিসেম্বর পর্যন্ত। তার আগে জেলা প্রশাসনগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স সারলেন আরিজ আফতাব। ভোটার তালিকায় সংশোধনীর কাজ ঘিরে একাধিক জেলা সম্পর্কে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে। এদিন জেলাশাসকদের কাছ থেকে তার তথ্য তলব করেছে সিইও অফিস। কারণ, ভোটার তালিকা ও নির্বাচনী প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে ৩ দিনের সফরে রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তার আগে সমস্ত বিষয় আপটুডেট রাখতে চাইছে আরিজ আফতাবের দপ্তর। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরেও রাজ্য সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাজ্যে এসে এসব সম্পর্কে খতিয়ে দেখবেন ডেপুটি নির্বাচন কমিশনার। উত্তরবঙ্গেও সফর করতে পারেন তিনি। এদিন জেলা প্রশাসনগুলিকে সে ব্যাপারে অবহিত করে সমস্ত অভিযোগ শূন্যতে নামিয়ে আনতে বলা হয়েছে। ডেপুটি নির্বাচন কমিশনারের কাছে থেকে রিপোর্ট পাওয়ার পরই রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ।
ভোটার তালিকা প্রস্তুতির কাজ সংক্রান্ত অভিযোগ ছাড়াও এদিন বুথ পুনর্গঠন, ইভিএম-ভিভিপ্যাট পরীক্ষা-সহ একাধিক বিষয়ে জেলা শাসকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিহারের মতোই এবার রাজ্য সংখ্যা বিপুল হারে বাড়তে চলেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কোন জেলায় কত সংখ্যক ভোট বাড়বে তার একটি প্রাথমিক রিপোর্টে জেলাশাসক এদিন সিইওর কাছে জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও ১৫ জানুয়ারি যাতে নির্ভুল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায় জেলাশাসকদের তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আরিজ আফতাব।