shono
Advertisement

সাতসকালে বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত বাইক আরোহী

ঘাতক গাড়ি-সহ চালককে আটক করেছে পুলিশ।
Posted: 10:06 AM Mar 21, 2024Updated: 10:06 AM Mar 21, 2024

দেবব্রত দাস, বারুইপুর: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাসন্তী থানার অন্তর্গত চড়াবিদ্যা এলাকার বাসন্তী হাইওয়ের উপরে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বোদন রায় (২৮)। বাড়ি জীবনতলা থানার মঠেরদিঘি এলাকায়। জীবনতলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক গাড়ি-সহ চালক সঞ্জয় কয়ালকে আটক করে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: জোটে কংগ্রেসকে প্রাধান্য বামেদের, বৃহস্পতিবারই একপেশেভাবে প্রার্থী ঘোষণার পথে ISF]

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইকে করে সরবেড়িয়া থেকে ক্যানিংয়ের দিকে আসছিলেন বোদন রায়। অন্যদিকে চারচাকা গাড়িটি সরবেড়িয়ার দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। ঘাতক গাড়িটি আটক করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে কীভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল, তা এখনও স্পষ্ট নয়। গাড়ি বা বাইকটি কি নিয়ন্ত্রণ হারিয়েছিল বা ভুল পথে চলে এসেছিল গাড়িটি, তা তদন্ত করে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: একতরফা প্রার্থী ঘোষণা কেন? সিপিএমকে বিঁধে হাইকম্যান্ডের হস্তক্ষেপ দাবি ৪ কংগ্রেস জেলা সভাপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement