shono
Advertisement
Malda

ধারে মদ দিতে না চাওয়ায় গুলি? মালদহের বেআইনি ঠেকে শুটআউটের ঘটনায় মৃত ১

আরেকজন গুলিবিদ্ধ যুবক নিরঞ্জন দাস আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালেই ভর্তি।
Published By: Subhankar PatraPosted: 09:25 PM Jan 28, 2025Updated: 09:34 PM Jan 28, 2025

বাবুল হক, মালদহ: মঙ্গলবার ভরসন্ধ্যায় মালদহের বৈষ্ণবনগরে মদের আসরে শুটআউটের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্রদীপ কর্মকার। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। আরেকজন গুলিবিদ্ধ যুবক নিরঞ্জন দাস আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালেই ভর্তি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই বৈষ্ণবনগরের বীরনগর বাজার লাগোয়া রাধানাথটোলায় একটি বাড়িতে বেআইনি মদের ঠেক চলছিল। আহত নিরঞ্জন নিজের বাড়িতেই মদ বিক্রি করতেন বলে স্থানীয়দের দাবি। যথারীতি এদিন সন্ধ্যাতেও আসর বসেছিল। সেখানে হঠাৎ বেশ কয়েক রাউন্ড গুলি চলে। আহত হন নিরঞ্জন ও প্রদীপ।

কেন চলল গুলি? অভিযোগ, ধারে মদ না দেওয়া নিয়ে বচসার জেরে কয়েকজন সেখানে গুলি চালায়। নিমাই, বাপি ঘোষ নামে নিরঞ্জনের 'কাস্টমার'ই গুলি চালায় বলে অভিযোগ।  স্থানীয় এক যুবক বলেন, "নিরঞ্জন ধারে মদ দিতে অস্বীকার করেন। তখনই নিমাই, বাপি ঘোষরা গুলি চালায়।" এই ঘটনার খবর পেয়ে বীরনগর বাজারে ছুটে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এত বন্দুক, গুলি কোথা থেকে পাওয়া যাচ্ছে? এক বাড়িতে বেআইনি মদের আসর বসছিল পুলিশ তা জানতে পারল না কেন? উঠে আসছে সেই প্রশ্নও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার ভরসন্ধ্যায় মালদহের বৈষ্ণবনগরে মদের আসরে শুটআউটের ঘটনায় মৃত হল এক ব্যক্তির। মৃতের নাম প্রদীপ কর্মকার।
  • তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়।
  • সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।
Advertisement