shono
Advertisement

Breaking News

পুরীর পর বাতিল তারাপীঠ-বোলপুরগামী একাধিক এক্সপ্রেস, বিপাকে যাত্রীরা

কবে থেকে বাতিল হচ্ছে ট্রেনগুলি?
Posted: 02:33 PM Aug 16, 2023Updated: 02:37 PM Aug 16, 2023

সুব্রত বিশ্বাস: ট্রেন বাতিলের হিড়িক। এবার টানা ১৩ দিন রামপুরহাট-ছাতরা রুটে (Rampurhat-Chatra Route) বাতিল বহু ট্রেন। চলবে না ১০ জোড়া মেল ও এক্সপ্রেস। ফলে তারাপীঠ ও শান্তিনিকেতন যাওয়ার পরিকল্পনা থাকলে বিপাকে পড়বেন যাত্রীরা। উল্লেখ্য, এর আগে পুরীর রুটেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। 

Advertisement

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধা, রেলের আয়, ট্রেনের গতি বৃদ্ধির জন্য রামপুরহাট ও ছাতরার মাঝে তৃতীয় লাইন চালু হবে। সেই সংক্রান্ত কাজের জন্য আগামী ১৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত রামপুরহাট-ছাতরা রুটে বন্ধ থাকবে ট্রেন চলাচল। বাতিল হচ্ছে সবমিলিয়ে ১০ জোড়া মেল ও এক্সপ্রেস।

[আরও পড়ুন: পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রী প্রার্থী! ধূপগুড়ি উপনির্বাচনে বড় চমক বিজেপির]

রেলের তরফে জানানো হয়েছে, তারাপীঠ-বোলপুরগামী হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, দিঘা-মালদহ এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস বাতিল করা হচ্ছে। চলবে না হাওড়া-সিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস, হাওড়া-দুমকা ময়ুরাক্ষী এক্সপ্রেস, রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস। ডাউন এক্সপ্রেসগুলিও বাতিল করা হয়েছে। বেশকিছু মেমু-এমু ও লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ওই রুটে কয়েকটি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। তাতেও যাত্রীদের হয়রানি কতটা আটকানো যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

[আরও পড়ুন: ‘ছেলে পরোপকারী, সাহায্য করতে গিয়ে গ্রেপ্তার’, দাবি যাদবপুর কাণ্ডে ধৃত আসিফের বাবা-মায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement