shono
Advertisement
Betting App Case

বেটিং অ্যাপ দুর্নীতিতে যুবরাজ-উথাপ্পার বিরাট সম্পত্তি বাজেয়াপ্ত, ইডির কোপে সোনু-উর্বশীও

এর আগে সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি।
Published By: Arpan DasPosted: 05:26 PM Dec 19, 2025Updated: 06:34 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেটিং অ্যাপ মামলায় বড়সড় বিপাকে টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা যুবরাজ সিং ও রবিন উথাপ্পা। দুই তারকার মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু দুই প্রাক্তন ক্রিকেটার নয়, আরও কয়েকজন সেলিব্রিটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে আছেন বলিউডের বহু পরিচিত মুখ উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মা।

Advertisement

জানা গিয়েছে, মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে যুবরাজের ২.৫ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ, উর্বশী রাউতেলা ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি ও নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। তবে উর্বশীর সম্পত্তি তাঁর মায়ের নামে রয়েছে বলে জানা গিয়েছে।

অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে ঘটনার তদন্তে নেমে একাধিক সেলেব্রিটি তথা প্রাক্তন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মামলায় তারকাদের আগেই জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এর আগে ওই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধাওয়ান এবং রায়নার প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। রায়নার প্রায় ৬ কোটি ৬৪ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটির স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

কেন্দ্র অনলাইন গেমিং অ্যাপ নিষিদ্ধ করার আগে থেকেই বেশ কয়েকটি বেটিং অ্যাপের কার্যকলাপে নজর ছিল ইডির। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য 1xBet নামের বেআইনি বেটিং অ্যাপটি। সব মিলিয়ে ওই অ্যাপটির মাধ্যমে ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে। এখনও পর্যন্ত মোট ১৯ কোটি ৭ লক্ষের টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেটিং অ্যাপ মামলায় বড়সড় বিপাকে টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা যুবরাজ সিং ও রবিন উথাপ্পা।
  • দুই তারকার মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  • শুধু দুই প্রাক্তন ক্রিকেটার নয়, আরও কয়েকজন সেলিব্রিটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
Advertisement