কল্যাণ চন্দ্র, বহরমপুর: মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণ! আক্রান্ত শৈশব। বল ভেবে বাড়িতে বোমা কুড়িয়ে নিয়ে আসার পর বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম দুই শিশু ও মা-সহ তিনজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানা এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার নিয়াল্লিসপাড়া গোয়ালজন এলাকার বহড়া গ্রামে বাসিন্দা আতাহার শেখের বাড়িতে বুধবার সকালে দুটি সকেট বোমার বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে কেপে ওঠে গোটা এলাকা। ঘটনায় এক মহিলা ও দুই শিশু গুরুতর আহত হয়। শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
কী করে বাড়িতে ওই সকেট বোমা এল? স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাঠে খেলা করতে গিয়ে এক শিশু লোহার বল ভেবে সকেট বোমা দু'টি মাঠ থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে রাখে। তাতেই বিপত্তি! এদিন সকাল ন'টা নাগাদ বোমা দুটির বিস্ফোরণ ঘটে। ওই মাঠে কে বা কারা বোমা রাখল? কেন বা মজুত করা হয়েছিল? তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।