shono
Advertisement
Ashoknagar

শৌচকর্ম করতে গিয়ে 'দাদু'র লালসার শিকার নাবালিকা! অশোকনগরে গ্রেপ্তার বৃদ্ধ

মাস তিনেক ধরে অত্যাচারের শিকার নাবালিকা, তিনদিনের পুলিশ হেফাজতে ধৃত।
Published By: Sucheta SenguptaPosted: 08:25 PM Jan 09, 2026Updated: 08:28 PM Jan 09, 2026

অর্ণব দাস, বারাসত: সম্পর্কে প্রতিবেশী দাদু। শৌচকর্মের জন্য মাঝেমধ্যে দাদুর বাড়িতে যেত বছর তেরোর নাবালিকা। আর সেখানেই ঘটল বিপত্তি। দাদুর হাতে যৌন নির্যাতনের শিকার হতে হল নাবালিকাকে! অশোকনগরের কয়াডাঙা এলাকার চাঞ্চল্যকর এই ঘটনায় পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হতেই শুক্রবার গ্রেপ্তার হল অভিযুক্ত। ধৃতের নাম কেষ্ট দত্ত, বয়স ৬১ বছর। এদিন তাকে বারাসত আদালতে পেশ করা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার মা বেশ কয়েকবছর ধরেই বেপাত্তা। বাবা ও ঠাকুমার কাছেই থাকে সে। তাদেরই প্রতিবেশী কেষ্ট দত্ত নাবালিকার বাবার দুঃসম্পর্কের কাকু হয়। অভিযোগ, মাস তিনেক আগে এই দাদুর বাড়িতে শৌচকর্মে গিয়ে নির্যাতনের শিকার হতে হয়েছিল নাবালিকাকে। ভয়ে তখন সে পরিবারের কাউকে ঘটনাটি জানায়নি। ফের একই ঘটনা ঘটে গত মঙ্গলবার। তারপর থেকে নাবালিকার আচার-আচরণ বদলে যেতে থাকে। তাতে বাবা-ঠাকুমার সন্দেহ হয়। তাঁদের প্রশ্নের মুখে পড়ে বৃহস্পতিবার গোটা ঘটনাটি পরিবারকে জানায় নির্যাতিতা।

পরিবারের তরফে অশোকনগর থানায় কেষ্ট দত্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয় অভিযুক্ত। শুক্রবার তাকে বারাসত আদালতে পেশ করা হলে তিনদিনের পুলিশ হেফাজত হয় ধৃতের। এদিন আদালত থেকে বেরনোর পথে কার্যত অভিযোগ স্বীকার করে সংবাদমাধ্যমের কেষ্ট দত্তর সাফাই, "ভুল হয়ে গিয়েছে। আমার এমনটা করা উচিত হয়নি।" কিন্তু বছর একষট্টির ব্যক্তির এমন বিকৃত যৌন মানসিকতা নিয়ে প্রতিবেশীরা অত্যন্ত ক্ষুব্ধ। তাঁরা বৃদ্ধের কঠোরতম শাস্তি চান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শৌচকর্মের জন্য প্রতিবেশী দাদুর বাড়ি গিয়ে যৌন লালসার 'শিকার' নাবালিকা।
  • অশোকনগরের ঘটনায় গ্রেপ্তার ৬১ বছরের বৃদ্ধ।
  • সংবাদমাধ্যমের ধৃতের সাফাই, 'ভুল হয়ে গিয়েছে।'
Advertisement