নিরুফা খাতুন: উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ! কমল দক্ষিণের তাপমাত্রা। তবে আগামিকাল, রবিবার তাপমাত্রা হালকা বাড়তে পারে। ২ ডিগ্রি বাড়বে পারদ! পৌষ সংক্রান্তিতে ফের কমবে তাপমান। জাঁকিয়ে শীতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। জমিয়ে শীতের মরশুম চলবে মাঘ মাসের প্রথমেও। উত্তরবঙ্গের ৬ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামিকাল রবিবার ও পরশু সোমবার তাপমাত্রা ২ ডিগ্রি মতো বাড়বে। আজ, সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ।
উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। এই জেলার কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি।
