জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্কে ইতি টানার জের। বাড়ি ঢুকে বধূ ও তাঁর স্বামীকে এলোপাথাড়ি কোপ প্রাক্তন প্রেমিকের! ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। পুলিশের দ্বারস্থ আক্রান্তের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম আব্বাস মণ্ডল। অভিযোগ, বাগদার বাসিন্দা কোহিনুর মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল আব্বাসের। তা জানাজানি হতেই মহিলার পরিবারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে প্রেমিকের সঙ্গে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন কোহিনুর। তা মানতে পারেননি আব্বাস। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে আব্বাসের পরিবারের সদস্যরা কোহিনুরের কাছে যান। জানান, তাঁদের ছেলে তাঁকে ছাড়া বাঁচবেন না। কিন্তু সাফ সম্পর্কের কথা অস্বীকার করেন বধূ। অভিযোগ, এতেই ক্ষোভে ফেটে পড়ে আব্বাস ও তাঁর পরিবার। কোহিনুর ও তাঁর স্বামীকে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে দম্পতি। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আক্রান্ত কোহিনুরের দিদির দাবি, আব্বাসের সঙ্গে তাঁর বোনের কোনওরকম সম্পর্ক ছিল না। ওই যুবক দীর্ঘদিন ধরে কোহিনুরকে উত্তপ্ত করত। বোন রাজি না হওয়ায় গালিগালাজও করত। তার জেরেই এদিনের ঘটনা। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। ঠিক কী ঘটেছিল? কেন এই হামলা তা খতিয়ে দেখছে তাঁরা।