shono
Advertisement
Purulia

পুরুলিয়ায় বজ্রপাতে মৃত্যু ইটভাটার মহিলা শ্রমিকের, আহত আরও ৪

রাজ্যের চার জেলা-বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আগাম সতর্কতা রয়েছে।
Published By: Subhankar PatraPosted: 02:51 PM Feb 20, 2025Updated: 04:16 PM Feb 20, 2025

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ইটভাটায় কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক মহিলা শ্রমিকের। বাজ পড়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় জখম হয়েছেন আরও চার শ্রমিক। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) বোরো থানা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা শ্রমিকের নাম জবা মুদি। বয়স ৩১ বছর। তিনি বোরো থানার আঁকরোর মুদিডি এলাকার বাসিন্দা। ঘটনায় জখম হয়েছেন, সুমি মুদি, সুরা মুর্মু, প্রকাশ কর্মকার ও বাসন্তি মুদি। তাঁদের প্রত্যেকেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। এদিন সকালে আচমকা মেঘ কালো করে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি। সেই আবহেই কাজ করছিলেন পাঁচ শ্রমিক। সেই সময় বাজ পড়ে মারা যান মহিলা।

এদিন সকাল থেকেই মেঘলা ছিল পুরুলিয়ার আকাশ। সঙ্গে বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় পুরুলিয়ায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে সপ্তাহান্ত পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হবে। সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলা থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বায়ুমণ্ডলের উপরের স্তরের তাপমাত্রা থেকে নিচের স্তরের থেকে অনেক কম। ফলে ব্রজগর্ভ মেঘ তৈরি হয়েছে।

রাজ্যের চার জেলা-বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আগাম সতর্কতা ছিলই। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। হবে শিলা বৃষ্টিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইটভাটায় কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক মহিলার। বাজ পড়ে মৃত্যু হল তাঁর। ঘটনায় জখম হয়েছেন আরও চার শ্রমিক।
  • আহতরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
  • বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানা এলাকায়।
Advertisement