shono
Advertisement

Breaking News

বারাসতে কাকলির গাড়িতে ধাক্কা বাসের, আতঙ্ক কাটিয়ে ফের প্রচার

সুস্থ রয়েছেন তৃণমূল প্রার্থী। The post বারাসতে কাকলির গাড়িতে ধাক্কা বাসের, আতঙ্ক কাটিয়ে ফের প্রচার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Apr 21, 2019Updated: 05:27 PM Apr 21, 2019

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত:  প্রচারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ কাকলি ঘোষদস্তিদার। জানা গিয়েছে, রবিবার সকালে কাকলি ঘোষদস্তিদারের গাড়িতে ধাক্কা দেয় একটি বাস। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আটক করা হয়েছে বাসের চালককে। পরে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি।

Advertisement

[আরও পড়ুন: ‘দিল্লি থেকে পুলিশ আনলেও একটি আসনও পাবে না’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার]

লোকসভা নির্বাচনে বারাসত আসনের ভোটগ্রহণের আর এক মাসও বাকি নেই। তাই জোরকদমে প্রচার চালাচ্ছে সবদল। তবে প্রথম থেকেই কিছুটা এগিয়ে তৃণমূল শিবির। নাম ঘোষণার পর অন্যান্য প্রার্থীদের মতোই প্রচারে নেমে পড়েছেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। তবে, তাঁর কেন্দ্রে ভোটগ্রহণ শেষ দফায় অর্থাৎ ১৯ মে। হাতে বেশ অনেকটাই সময় পেয়েছেন বারাসত লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ। তাই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তিনি।  প্রতিদিনই কর্মীদের নিয়ে প্রচার মিছিল করছেন কাকলি ঘোষদস্তিদার। রবিবার সেই প্রচারের যোগ দিতে আসার পথেই দুর্ঘটনার শিকার হয়েছেন প্রার্থী।

জানা গিয়েছে, এদিন সকালে  বারাসত-বারাকপুর রোডের লোকনাথ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে তৃণমূল শিবির। মিছিলটি শেষ হওয়ার কথা ছিল বারাসতের ময়না অঞ্চলে। সেই কারণে সকাল সাড়ে আটটা নাগাদ বারাসতের হেলাবটতলা মোড় হয়ে বারাকপুরের দিকে যাচ্ছিলেন প্রার্থী। অভিযোগ, সেই সময় হেলাবটতলা মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস প্রার্থীর গাড়িতে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বাসটিকে আটকে দেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশেরা। বাস ও বাসের চালককে আটক করেছে বারাসত থানার পুলিশ।

[আরও পড়ুন: বিরল লঙ্গুর ও বিন্টুরঙের খোঁজ মিলল বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে]

দুর্ঘটনার মুখোমুখি হয়ে আতঙ্কিত হয়ে পড়েন বারাসতের প্রার্থী ডঃ কাকলি ঘোষদস্তিদার। তবে তাঁর কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। সাময়িক আতঙ্ক কাটিয়ে ফের প্রচারের উদ্দেশ্য রওনা দেন তিনি। বারাসত-বারাকপুরের রোডের লোকনাথ মন্দির থেকে শোভযাত্রায় যোগ দেন তিনি। পূ্র্ব নির্ধারিত সূচি অনুযায়ী ময়নায় গিয়ে শেষ হয় সেই যাত্রা।  প্রচারের মাঝেই সকলকে আরও সচেতন হয়ে গাড়ি চালানোর আবেদন জানান তিনি। যাতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।   

The post বারাসতে কাকলির গাড়িতে ধাক্কা বাসের, আতঙ্ক কাটিয়ে ফের প্রচার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement