shono
Advertisement

Breaking News

SIR

SIR-এর বিরোধিতায় ঠাকুরবাড়িতে অনশনে দাদা, 'দুশ্চিন্তা'য় হৃদরোগে মৃত্যু ভাইয়ের

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মৃতের অনশনকারী দাদা।
Published By: Sayani SenPosted: 06:30 PM Nov 09, 2025Updated: 06:46 PM Nov 09, 2025

অর্ণব দাস, বারাসত: এসআইআরের বিরোধিতায় মতুয়াদের জন্য ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনশন করছেন দাদা। সেই চিন্তায় হার্ট অ্যাটার্কে মৃত্যু হল ভাইয়ের। মৃত প্রফুল্ল মণ্ডল নদিয়ার বাসিন্দা। রবিবার অনশনকারী দাদা নিতাই মণ্ডলকে ভর্তি করতে হয় বনগাঁ হাসপাতালে। বুকে ব্যথা-সহ তাঁর ডিহাইড্রেশনের চিকিৎসা চলছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তারই মাঝে ফের অঘটন। এই ঘটনায় গোটা পরিবারে নেমেছে শোকের ছায়া।

Advertisement

তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের অনশনের পঞ্চম দিনের এই চিত্র আন্দোলনের আরও ঝাঁজ বাড়িয়েছে। এখনও পর্যন্ত মোট ৯ জন অসুস্থ হয়েছেন বলেই জানা গিয়েছে। প্রত্যেকের স্বাস্থ্যপরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছেন চিকিৎসকরা। সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছেন, "এসআইআরের আতঙ্কে মানুষের মৃত্যু-সহ মতুয়াদের অনশন নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই নির্বাচন কমিশনের। আসলে শান্তনু ঠাকুর ও কেন্দ্রীয় সরকার চাইছে মতুয়ারা ধ্বংস হয়ে যাক, সেটাই কার্যকর করতে চাইছে নির্বাচন কমিশন।" 

এসআইআর হলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেছিলেন, দেখা যাবে বাদ যাওয়াদের তালিকার ৯৫ শতাংশই মতুয়া। আতঙ্কে সকলে সিএএ-র ফর্মপূরণ করছে বলে জানিয়েই প্রতিবাদের ডাক দিয়েছিলেন সাংসদ। বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে গত ৫ নভেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন। বিশেষ কাজে বাইরে ছিলেন বলে ভারচুয়ালি অনশনের সূচনা করেন মমতাবালা। সোমবার অনশন মঞ্চে তিনি যোগদান করবেন বলেও জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • SIR-এর বিরোধিতায় ঠাকুরবাড়িতে অনশনে দাদা।
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মৃতের অনশনকারী দাদা।
  • 'দুশ্চিন্তা'য় হৃদরোগে মৃত্যু ভাইয়ের।
Advertisement