অরিজিৎ গুপ্ত, হাওড়া: ডোমজুড় শিশু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। খেলার মাঝে অশান্তির জেরেই নাকি চারবছরের ওই শিশুকে খুন করে নাবালক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল বৃহস্পতিবার, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেপাত্তা ছিল সলপের দাসপাড়ার বাসিন্দা বছর চারেকের শেখ আয়ুষ। তার বাবা শেখ বরকা জানান, সকাল ৯টা থেকে আয়ুষের খোঁজ মিলছিল না। স্কুলে পাঠানোর জন্য তার খোঁজ করছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু খোঁজ মেলেনি। এরপর একজন দেখতে পান, এলাকার একটা মাঠের পাশে শিশুটির ক্ষত-বিক্ষত দেহ পড়ে রয়েছে। আয়ুষের হাত, পা, পিঠে পোড়া দাগ মেলে।
খবর পেয়েই দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ। উঠে আসে এক নাবালকের নাম। জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বছর ১৪-এর ওই কিশোর। দর্জির কাজ শিখতে মামাবাড়ি সলপে গিয়েছিল সে। বৃহস্পতিবার সকালে চার বছরের শিশুটির সঙ্গে খেলছিল ওই নাবালক। তখনই বল নিয়ে বচসা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সেই রাগেই নাকি শিশুটিকে প্রথমে খাঁচা দিয়ে আঘাত করে। তারপর শিশুর জামা খুলেই তাঁর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই নাবালককে গ্রেপ্তার করেছে ডোমজুড় থানার পুলিশ।