shono
Advertisement
Canning

ক্যানিংয়ে 'আত্মঘাতী' নবম শ্রেণির ছাত্রী! মায়ের বকুনির জেরেই চরম সিদ্ধান্ত?

পড়াশোনা ভুলে দিনভর মোবাইলে ডুবে থাকত ছাত্রী। সেই কারণেই বকাবকি করেছিলেন মা।
Published By: Tiyasha SarkarPosted: 09:33 AM Dec 06, 2024Updated: 09:33 AM Dec 06, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পড়াশোনা নিয়ে বকুনির জের। আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের রায়বাঘিনী এলাকার বাসিন্দা ওই নাবালিকা। পড়ত রায়বাঘিনী হাই স্কুলে। পরিবার সূত্রে খবর, দিনভর মোবাইলে ডুবে থাকত সে। তা নিয়ে স্বাভাবিকভাবেই বাবা-মা বকাবকি করতেন। বৃহস্পতিবারও পড়াশোনা ছেড়ে মোবাইলে ব্যস্ত ছিল নাবালিকা। চোখে পড়তেই মা তাকে বকা দেন। সাময়িকভাবে বিষয়টা মিটেও যায়। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে যায় ছাত্রী।

শুক্রবার সকালে মেয়ে না ওঠায় বাবা-মা ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়াশব্দ পাননি। এর পর জানলায় চোখ রাখতেই দেখেন ভয়ংকর দৃশ্য। গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে মেয়ে। তড়িঘড়ি দরজা ভেঙে ভিতরে ঢোকার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বকুনির জেরে অভিমানেই এই চরম পদক্ষেপ। তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পড়াশোনা নিয়ে বকুনির জের। আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
  • ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।
  • দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Advertisement