shono
Advertisement
Alipurduar

পড়ানোর অছিলায় ছাত্রীর শ্লীলতাহানি! অভিযোগ দায়েরের পরও গ্রেপ্তার হয়নি 'গুণধর', উত্তপ্ত আলিপুরদুয়ার

দীর্ঘক্ষণ পথ অবরোধ করে উত্তেজিত জনতা।
Published By: Tiyasha SarkarPosted: 06:37 PM Apr 07, 2025Updated: 06:37 PM Apr 07, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: পড়ানোর অছিলায় নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও 'গুণধর' গৃহশিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করছে পুলিশ, এমনই অভিযোগ সোমবার উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ার। প্রায় দু'ঘণ্টা পথ অবরোধ করে উত্তেজিত জনতা। পুলিশের বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের শিলবাড়ি স্কুলের বাসিন্দা বছর ১৪-এর ওই নাবালিকা। শিলবাড়ি হাট হাই স্কুলের এক শিক্ষকের কাছে টিউশন পড়ত সে। অভিযোগ, পড়ানোর সময় নাবালিকার শ্লীলতাহানি করে ওই শিক্ষক। বিষয়টা গোপন থাকেনি। জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হয় নিগৃহীতার পরিবার। অভিযোগ, ৩ তারিখ অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়নি।

সোমবার সেই ক্ষোভেই পুলিশের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভে শামিল হয় এলাকার বাসিন্দারা। ১ নম্বর ব্লকের পলাশবাড়ি এলাকায় দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। পুলিশের আশ্বাসে প্রায় ২ ঘণ্টা পর আয়ত্তে আসে পরিস্থিতি। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পড়ানোর অছিলায় নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ।
  • অভিযোগ দায়েরের পরও 'গুণধর' গৃহশিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করছে পুলিশ, এমনই অভিযোগ সোমবার উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ার।
  • প্রায় দু'ঘণ্টা পথ অবরোধ করে উত্তেজিত জনতা।
Advertisement