shono
Advertisement
Aushgram

বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানি! গ্রেপ্তার 'গুণধর'

এই ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমানের আউশগ্রাম।
Published By: Tiyasha SarkarPosted: 12:43 PM Nov 08, 2024Updated: 02:50 PM Nov 08, 2024

ধীমান রায়, কাটোয়া: বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার যুবক। ঘটনাটিকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।

Advertisement

জানা গিয়েছে, ধৃতের নাম লাল্টু মাল। বাড়ি বীরভূম জেলার বোলপুর এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বহুরূপীর বেশে আউশগ্রামে যায় লাল্টু। পাড়ায় পাড়ায় ঘুরে দুই-পাঁচ টাকা করে সংগ্রহ করছিল। অভিযোগ, একটি বাড়িতে গিয়ে বছর ষোলোর এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলে সে। সেই সময়ই কিশোরীর শ্লীলতাহানি করে। কিশোরী ভয় পেয়ে সেখান থেকে সরে যান। এর পর পাড়ার লোকজনকে জানালে তাঁরা অভিযুক্ত বহুরূপীকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুটা দূরে গিয়ে আটক করে ফেলা হয় অভিযুক্তকে। এর পর চড়-থাপ্পড় মেরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরবর্তীতে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ লাল্টুকে গ্রেপ্তার করেছে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে এলাকায়। আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। শাস্তির দাবিতে সরব গোটা রাজ্য। তা সত্ত্বেও অপরাধ কমছে না। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের উপর অত্যাচারের খবর প্রকাশ্যে আসছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানি অভিযোগ। গ্রেপ্তার যুবক।
  • ঘটনাটিকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।
Advertisement