শাহাজাদ হোসেন, ফরাক্কা: পরিবারের চাপে বিচ্ছেদ করেছে প্রেমিকা! এই সন্দেহের বশেই প্রাক্তন প্রেমিকার বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা শফিকুল ইসলাম। পেশায় স্কুল শিক্ষক। জানা গিয়েছে, তাঁর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আহাদ শেখ নামে এক যুবকের। হঠাৎই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় নাবালিকা। এতেই আহাদের ধারণা হয়, বাবার চাপেই সম্পর্ক ভেঙেছে প্রেমিকা। তার জেরেই গত ১৯ ডিসেম্বর শফিকুলের উপর চড়াও হয় আহাদ। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি তাঁকে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই শিক্ষক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। পরবর্তীতে পাঠানো হয় কলকাতায়। ২০ তারিখ গ্রেপ্তার করা হয় আহাদকে।
২৫ দিন লড়াইয়ের পর সোমবার কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে শফিকুলের। পুলিশ সূত্রে খবর, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আহাদ শেখ। বর্তমানে জেলেই রয়েছে সে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও এলাকাবাসীরা।