কল্যাণ চন্দ, বহরমপুর: খেলতে খেলতে ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু খুদের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আড়াই বছরের ওই শিশু। নাম রামিজ শেখ। অন্যান্যদিনের মতোই সোমবার সকালে ছেলেকে বাড়িতে রেখে অঙ্গনওয়াড়িতে খিচুড়ি আনতে গিয়েছিলেন রামিজের মা। ভাবতেও পারেননি কী বিপদ অপেক্ষা করছে তাঁর জন্য। খিচুড়ি নিয়ে বাড়ি ফিরে দেখেন, তাঁর ছেলেকে ঘিরে রেখেছে পরিবার ও প্রতিবেশীরা। কাছে যেতেই দেখেন রক্তাক্ত অবস্থায় ছেলে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যালে। চিকিৎসকরা খুদেকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মা অঙ্গনওয়াড়ি যাওয়ার পর তুতো ভাইয়ের সঙ্গে বাড়ির দোতলার ছাদে খেলছিল খুদে। সেই সময়ই কোনওভাবে নিচে পড়ে যায়। প্রবল চোট পায় রামিজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খুদের এই পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, নিয়ম মেনে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।