shono
Advertisement
College Of Medicine & Sagore Dutta Hospital

হাসপাতাল ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস! রোগীমৃত্যুতে শোকজ সাগর দত্তের রেসিডেন্ট ডাক্তারকে

ঠিক কী অভিযোগ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের?
Published By: Tiyasha SarkarPosted: 08:37 PM Nov 26, 2024Updated: 08:37 PM Nov 26, 2024

অভিরূপ দাস: হাসপাতালে পরিষেবা না দিয়ে বেসরকারি প্র্যাকটিস সাগর দত্ত মেডিক্যালের চিকিৎসকের! যার জেরে রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনা সামনে আসতেই ডা. শুভম সাব্রেওয়ালকে শোকজ করেছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাবেরী ভট্টাচার্য।

Advertisement

গত ৫ নভেম্বর সাগর দত্ত মেডিক‌্যাল কলেজে আসে রিম্পা পাল নামে এক নাবালিকা। হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সিনিয়র রেসিডেন্ট ডা. শুভম সাব্রেওয়ালের অধীনে সে ভর্তি হয়। ওই মেডিক‌্যাল কলেজের পড়ুয়া জুনিয়র ডাক্তার অ‌্যাসোসিয়েশনের সদস‌্য ডা. অনিকেত দাস জানিয়েছেন, সরকারি হাসপাতালে ডিউটি থাকলেও প্রাইভেটে প্র‌্যাকটিস করেন ওই চিকিৎসক। তাঁর দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই নাকি মৃত্যু হয়েছে কিশোরীর। এই ঘটনা সামনে আসতেই ডা. শুভম সাব্রেওয়ালকে শোকজ করেছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাবেরী ভট্টাচার্য। সেই শোকজ চিঠিতে লেখা, "ষোলো বছরের রিম্পা পাল গত ৫ নভেম্বর সকাল ১১টা ৪২ মিনিটে সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগে ভর্তি হয়েছিলেন। ওইদিনই রাত ৮টা ৪৬ মিনিটে সে মারা যায়। নিয়ম অনুযায়ী সে সময় সেখানে উপস্থিত থাকার কথা সিনিয়র রেসিডেন্ট শুভম সাব্রেওয়াল এবং পিজিটি ডা. অহনা ওঝার। কিন্তু আপনারা সেখানে ছিলেন না। এই শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন আপনাদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হবে না?’’

রাজ‌্য স্বাস্থ‌্যবিজ্ঞান বিশ্ববিদ‌্যালয়ের নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালে ডিউটিরত পিজিটি সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক কোনওভাবেই বেসরকারিতে প্র‌্যাকটিস করতে পারবেন না। মঙ্গলবার রীতিমতো প্রমাণ দিয়ে জুনিয়র ডাক্তার অ‌্যাসোসিয়েশন দেখিয়েছে, কীভাবে ফ্রন্টের নেতা আর জি কর আন্দোলনের অন‌্যতম মুখ ডা. শুভম সাব্রেওয়াল সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা না করে দক্ষিণ দমদমে চুটিয়ে প্রাইভেট প্র‌্যাকটিস করছেন। এমন ঘটনা সামনে আসতেই স্তম্ভিত নাগরিক সমাজ। প্রশ্ন উঠছে, আর জি কর ঘটনাকে সামনে রেখে কারা মানবদরদী সাজছিলেন? সেদিনের দ্রোহের মিছিলে অংশ নেওয়া অনেকেই বলছেন, "ভুল লোকেদের পাশে হেঁটেছিলাম। আজ বুঝতে পারছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাসপাতালে পরিষেবা না দিয়ে বেসরকারি প্র্যাকটিস সাগর দত্ত মেডিক্যালের চিকিৎসকের।
  • যার জেরে রোগী মৃত্যুর অভিযোগ।
  • ঘটনা সামনে আসতেই ডা. শুভম সাব্রেওয়ালকে শোকজ করেছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাবেরী ভট্টাচার্য।
Advertisement