সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দীর্ঘ দু’বছর ধরে বেপাত্তা ছিল ভাই। ভাইফোঁটার দিন সকালে নিখোঁজ ভাইকে খুঁজে পেলেন বোন। মালদার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবকের হদিশ মিলেছিল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের (Kakdwip) বামানগর এলাকায়। দীর্ঘদিন পর বৃহস্পতিবার ফিরে গেলেন বাড়িতে।
জানা গিয়েছে, ওই যুবকের নাম বিজয় ঘোষ। মালদহের বামনগোলা থানার ধর্মডাঙ্গায় পারহবিনগর গ্রামে। (Malda) বাসিন্দা তিনি। বছর দু’য়েক আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও যুবকের সন্ধান পাননি। ঘুরতে ঘুরতে তিনি কোনওভাবে চলে আসেন কাকদ্বীপের বামানগর এলাকায়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এলাকায় ঘুরতে দেখে বিজয়কে উদ্ধার করে। তাঁদের তরফে খবর দেওয়া হয় হ্যাম রেডিওকে। সঙ্গে সঙ্গে যুবকের পরিবারের সন্ধান শুরু করে রেডিও ক্লাবের সদস্যরা।
[আরও পড়ুন: ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টের হুমকি, প্রেমিককে পুলিশের হাতে তুলে দিতে ফাঁদ পাতলেন তরুণী]
এরপরই রেডিও ক্লাবের তরফে যোগাযোগ করা হয় কাকদ্বীপের বিডিও ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে। এরপরই জানা যায়, মালদহে বাড়ি ওই যুবকের। ভাইফোঁটার দিনে বিজয়কে ফিরিয়ে দেওয়া হল পরিবারে। এ বিষয়ে ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, “স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দীর্ঘসময় ধরে নিখোঁজ থাকা একমাত্র ভাইকে ভাইফোঁটার দিনই মালদায় তার বোনের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। আজই মালদহের বাড়িতে ফিরছে বিজয়। ভাইফোঁটা নেবে বোনের কাছে।”
আজকের মতো দিনে একমাত্র বোনের কাছে তার প্রিয় ভাইকে ফেরাতে পেরে স্বাভাবিকভাবেই খুশি প্রশাসনিক কর্তাব্যক্তি, উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংস্থা ও হ্যামরেডিও ক্লাবের সদস্যরা সকলেই। দারুণ খুশি বিজয়ের পরিবার পরিজনেরাও। প্রিয় ভাইকে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা বোন। বাড়ির হারানো ছেলেকে পেয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন উদ্ধার হওয়া যুবকের পরিবার।