রাজ কুমার, আলিপুরদুয়ার: বঙ্গ নির্বাচনের বাকি কয়েকটা মাস। তার আগেই উত্তরের চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ভোটের আগে গোটা মাসব্যাপী ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার আলিপুরদুয়ারে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে তিনি বলেন, ''আমি কথা দিচ্ছি, চতুর্থবার দিদির সরকার হলে আমার প্রথম দৃষ্টি থাকবে আলিপুরদুয়ার। কমপক্ষে চা বাগানে ৩০০ টাকা দৈনিক মজুরি করার চেষ্টা করব।” শুধু তাই নয়, এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এদিন আলিপুরদুয়ারের সভা থেকে এসআইআর-সহ একাধিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞপ্তি দিয়েও পরে বাতিল করেন। আমরা মিথ্যে বলি না। কথা দিলে কথা রাখি। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র।” এই বিষয়ে বিজেপি সাংসদকেও আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “মনোজ টিগ্গাকে কখনও আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে প্রশ্ন করতে দেখেছেন? বিজেপি সাংসদ ও কালসাপ দু’টোই এক।”
এদিন সভার মাঝে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন অভিষেক। সেখানে তাঁকে চা শ্রমিকদের মজুরি নিয়ে একজন প্রশ্ন করেন। সেই প্রসঙ্গে সাংসদ বলেন, ''২০১১ সালে আমাদের সরকার প্রথমবার ক্ষমতায় আসার সময় ৬৭ টাকা দৈনিক মজুরি ছিল চা শ্রমিকদের। অনেক লড়াই করেছি। ২৫০ টাকা হয়েছে। এর আগে যখন এসেছিলাম ২৩২ টাকা ছিল।''
তবে এখন আড়াইশো টাকায় সংসার চলে না মেনে নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''যেভাবে আলু, সবজি, পোশাক, জুতো, বাড়ি তৈরির সরঞ্জামের দাম বাড়ছে তাতে সম্ভব নয়। আমি কথা দিচ্ছি চতুর্থবার মমতার সরকার ক্ষমতায় আসলে প্রথমেই গুরুত্ব দেওয়া হবে আলিপুরদুয়ারে। একটা ত্রিপাক্ষিক বৈঠক করব। তাতে বাগান মালিক, কারখানা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবেন।'' সেই বৈঠকে চা বাগানে শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
