নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এত নিকৃষ্ট প্রধানমন্ত্রী তিনি আগে কখনও দেখেননি। বনগাঁয় নির্বাচনী জনসভায় এই ভাষাতেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আশ্বাস, বনগাঁয় যদি দলের প্রার্থী জেতেন, তাহলে এলাকার উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। তৃণমূল কংগ্রেস কেন্দ্রে সরকার গড়লে, সর্বোচ্চ সম্মান দেওয়া হবে মতুয়াদের বড়মা বীণাপাণিদেবীকে।

[আরও পড়ুন: প্রচারের ফাঁকে কৃষি জমিতে নেমে অগাছা পরিষ্কার করলেন মমতাবালা]
লোকসভা ভোটের প্রচারে শনিবার বনগাঁর গোপালনগরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে স্থানীয় হরিপদ হাই স্কুলের মাঠে জনসভা করলেন তিনি। জনসভায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনী নিয়ে রাজনীতি করছেন, তাদের নামে ভোট চাইছেন। তাই বারাণসীতে মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন বিএসএফের বহিষ্কৃত জওয়ান তেজ বাহাদুর। এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে, দেশের শাসনভার ডাকাত ও চিটিংবাজের হাত তুলে দেবেন নাকি যিনি বছরভর আপনাদের পাশে থাকেন, তাঁর হাতে তুলে দেবেন।’
বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি। মাস খানেক আগে শান্তনুর উদ্যোগেই গাইঘাটায় মতুয়াদের সভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন সদ্য প্রয়াত বড়মা বীণাপাণিদেবীর সঙ্গে দেখাও করেছিলেন তিনি। সেই ঘটনার কথা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বড়মাকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে পদ্মশ্রী, পদ্মবিভূষণ কিংবা ভারতরত্নের মতো কোনও সম্মানই পাননি তিনি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠিত হলে, বড়মাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।’ শুক্রবার বনগাঁর গোপালনগরে তৃণমূল কংগ্রেসে জনসভায় হাজির ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী তাপস রায়, নীলিমা নাগ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল, বনগাঁ কেন্দ্রের প্রার্থী মমতা ঠাকুর-সহ আরও অনেকে।
[আরও পড়ুন: তফসিলি সমর্থকের বাড়িতে মধ্যাহ্নভোজ প্রার্থীর, ফলাও ‘প্রচারে’ বিপাকে সিপিএম]
The post ‘এত নিকৃষ্ট প্রধানমন্ত্রী আগে কখনও দেখেননি’, মোদিকে বেনজির আক্রমণ অভিষেকের appeared first on Sangbad Pratidin.