shono
Advertisement
Gurpatwant Singh Pannun

'ভারতের ষড়যন্ত্রেই পহেলগাঁও হত্যা', পাকিস্তানের পাশে দাঁড়িয়ে মোদিকে হুঙ্কার পান্নুনের

পাকিস্তানের উপর দায় চাপিয়ে তাকে ধ্বংস করতেই এটা ঘটানো হয়েছে বলে দাবি পান্নুনের।
Published By: Amit Kumar DasPosted: 04:44 PM Apr 28, 2025Updated: 05:15 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে নিশানা খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun)। তার দাবি, ভারত সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ওই হিন্দুদের খুন করেছে। শুধু তাই নয়, পাঞ্জাবের মাটি ব্যবহার করে ভারতকে কোনওভাবেই পাকিস্তানের উপর হামলা চালাতে দেওয়া হবে না বলে বার্তা দিয়েছে এই জঙ্গি।

Advertisement

'আজাদ ডিজিটাল' নামে এক সোশাল মিডিয়া মাধ্যমে 'শিখস ফর জাস্টিস'-এর প্রধান পান্নুন বলে, '১৯৬৫, ৭১-এর পর ২০২৫। আমি পাকিস্তানের জনতাকে আশ্বস্ত করতে চাই যে ওদের সঙ্গে ইটের মতো জুড়ে রয়েছি আমরা। কোনও ভারতীয় সেনার সাহস নেই পাঞ্জাব পার করে পাকিস্তানে হামলা করে। কারণ পাকিস্তানের নামেই 'পাক' (পবিত্র) শব্দ রয়েছে।' তবে এর সঙ্গে পাকিস্তানের উপর শর্ত চাপিয়ে ওই জঙ্গি জানায়, 'বিনিময়ে পাক সরকার ও ওখানকার জনতাকে খলিস্তানকে দেশ হিসেবে মান্যতা দিতে হবে। গোটা বিশ্ব পাকিস্তানের পাশে রয়েছে যাতে ভারত কূটনৈতিক ষড়যন্ত্রে পাকিস্তানকে ভাঙতে না পারে।'

একইসঙ্গে পহেলগাঁও হত্যাকাণ্ড প্রসঙ্গে ভারতে বিরুদ্ধে সুর চড়িয়ে পান্নুন বলে, ''পহেলগাঁওয়ে নিজের দেশের লোকেদের হত্যা করেছে ভারত। আর এই হত্যাকাণ্ড চালানো হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। ভোটে জেতার জন্য এবং পাকিস্তানের উপর দোষ চাপিয়ে ওই দেশকে ভাঙার জন্য। শুধুমাত্র পাকিস্তানকে সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা হিসেবে দেখাতে নিজের দেশেই হিন্দুদের হত্যা করা হল।"

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের মাটিতে নারকীয় সন্ত্রাসবাদী হামলা চালায় সেনার পোশাকে থাকা চার জঙ্গি। পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে খুন করা হয় ২৫ জনকে। তাঁদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় এক স্থানীয় ঘোড়া চালকের। নৃশংস এই হত্যাকাণ্ডের পর হামলার দায় স্বীকার করে 'লস্কর ই তইবা'র ছায়া সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। পরে আবার সেই দায় অস্বীকারও করে তারা। এই হামলার নেপথ্যে যে পাকিস্তানের যোগ রয়েছে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষ নিয়ে সুর চড়াল ভারতের আর এক শত্রু পান্নুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে নিশানা খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনের।
  • পান্নুনের দাবি, ভারত সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ওই হিন্দুদের খুন করেছে।
  • পাঞ্জাবের মাটি ব্যবহার করে ভারতকে কোনওভাবেই হামলা চালাতে দেওয়া হবে না বলে বার্তা দিয়েছে এই জঙ্গি।
Advertisement