shono
Advertisement

Breaking News

Abhaya

মৃত্যুর কয়েক মাস পরেও অভয়ার মোবাইল ব্যবহার! আদালতে বিস্ফোরক দাবি নির্যাতিতার মা-বাবার

তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা করল সিবিআই।
Published By: Paramita PaulPosted: 04:45 PM Apr 28, 2025Updated: 04:47 PM Apr 28, 2025

অর্ণব আইচ: অভয়ার মা-বাবার নয়া দাবিতে আরও জটিল হচ্ছে রহস্য! আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পরও তাঁর মোবাইল ব্যবহার করা হয়েছে, সোমবার শিয়ালদহ আদালতে এমন দাবি করল অভয়ার পরিবার। এদিন কোর্টে মুখবন্ধ খামে পুরো ঘটনা নিয়ে একটি সিনোপসিস জমা করেছেন তাঁরা। কিন্তু তা গ্রহণ করেনি আদালত।

Advertisement

সন্তানহারা মা-বাবার দাবি, মৃত‍্যুর কয়েক মাস পরে নির্যাতিতার মোবাইল ব‍্যবহার করা হয়েছে। ডাক্তারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়েছে (লিভ করেছে) সংশ্লিষ্ট নম্বরটি। ডাক্তারদের তরফে এই খবর পরিবারকে দেওয়া হয়েছে বলে দাবি। এদিন আদালতে জমা করা সিনোপসিসে এই ঘটনার উল্লেখ করা হয়েছে। কিন্তু মুখবন্ধ খামে জমা পরা সিনোপসিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছিল। পরে এই রিপোর্ট ফিরিয়ে দেয় আদালত। বিচারকের প্রশ্ন, অভয়ার পরিবার যদি সত্যিই তদন্তে সহযোগিতা করতে চায়, যদি নতুন কোনও তথ্য জানাতে চায়, তাহলে কেন সিবিআইয়ের সঙ্গে সরাসরি যোগ করছেন না? জবাবে নির্যাতিতার পরিবার জানায়, সিবিআই তাঁদের নির্দিষ্ট কিছু প্রশ্নের জবাব দিচ্ছে না।

সূত্রের দাবি, আপাতত নির্যাতিতার মোবাইল সিবিআই হেফাজতে রয়েছে। অনেক সময় তদন্তের স্বার্থে তারা নানা হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট করে। এটাও সেরকম কিছু ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কেন্দ্রীয় তদন্তকারীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিন আদালতে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা করে সিবিআই। তাতে রয়েছে ৩২ টিবি সাইজের সিসিটিভি ফুটেজ, ১০০ অভিযোগকারীর চিঠি, একাধিক ব্যক্তির থেকে জোগার করা দু'শোর বেশি ছবি। ইতিমধ্যে ১২ জন সাক্ষীকে জেরা করা হয়েছে বলেও স্ট্যাটাস রিপোর্টে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভয়ার মা-বাবার নয়া দাবিতে আরও জটিল হচ্ছে রহস্য!
  • আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পরও তাঁর মোবাইল ব্যবহার করা হয়েছে, সোমবার শিয়ালদহ আদালতে এমন দাবি করল অভয়ার পরিবার।
  • এদিন কোর্টে মুখবন্ধ খামে পুরো ঘটনা নিয়ে একটি সিনোপসিস জমা করেছেন তাঁরা।
Advertisement