shono
Advertisement
Abhishek Banerjee

'ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে', চাপড়া থেকে চ্যালেঞ্জ অভিষেকের

রবিবার সিঙ্গুর থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published By: Tiyasha SarkarPosted: 06:34 PM Jan 18, 2026Updated: 07:57 PM Jan 18, 2026

রবিবার সিঙ্গুর থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চাপড়ার কর্মসূচি থেকে তাঁকে পালটা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, বাংলায় সরকারের পরিবর্তন নয়, বিজেপির নেতাদের পরিবর্তন হবে। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, "ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে।"

Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব দল। জেলায় জেলায় ঘুরে রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির মাটি শক্ত করতে খোদ প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন। রবিবার সিঙ্গুরে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাল ও উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভা করেন মোদি। সেখানেই বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন। বলেন, তৃণমূল চলে গেলে তবেই বাংলায় শিল্প ও কর্মসংস্থান হবে। চাপড়া থেকে তারই পালটা দিলেন অভিষেক। তিনি বলেন,  "আপনি ঠিক বলছেন। পালটানো দরকার। পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, তাঁরা জয় মা কালী, জয় মা দূর্গা বলছে। বিজেপির জল্লাদদের কাছে বাংলা মাথা নত করবে না। কেউ পালটালে জনতা পার্টির নেতারা পালটাবে।"

আপনি ঠিক বলছেন। পালটানো দরকার। পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, তাঁরা জয় মা কালী, জয় মা দূর্গা বলছে। বিজেপির জল্লাদদের কাছে বাংলা মাথা নত করবে না। কেউ পালটালে জনতা পার্টির নেতারা পালটাবে।

এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরন হন অভিষেক। তিনি বলেন, "ওনারা বাংলার মানুষকে সব কিছু কেড়ে নিয়ে শাস্তি দিতে চাইছে। আপনারা জল, মাথার ছাদ, ১০০ দিনের কাজের টাকা, ভোটাধিকার, সব কেড়ে নিতে চান। আপনি রাস্তার প্রকল্পের টাকা বন্ধ করে শিক্ষা দিতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তাশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন। আপনি ১০ পয়সাও দেননি। কিন্তু বাংলা আটকে নেই।" চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বললেন,  "আপনার ঔদ্ধত্য ভাঙবেই।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement