shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee on ED Raid I-PAC

'ইডিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করছে', আইপ্যাকে হানায় মতুয়াগড় থেকে বিজেপিকে তোপ অভিষেকের

বিজেপি এবং নির্বাচন কমিশনকেও আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Published By: Kousik SinhaPosted: 06:47 PM Jan 09, 2026Updated: 08:46 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থায় হওয়া ইডি অভিযান (ED Raid at I-PAC Office) নিয়ে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর অভিযোগ, বাংলায় চলা এসআইআর প্রক্রিয়ায় সাহায্য করছে আইপ্যাক। সেই কারণেই ইডির হানার মুখে পড়তে হচ্ছে এই সংস্থাকে। শুধু তাই নয়, একযোগে এদিন বিজেপি এবং নির্বাচন কমিশনকেও আক্রমণ শানান ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, ''সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে দিয়ে হরণ করা হচ্ছে। ইডিকে লাগিয়ে করা হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ। এটাই বিজেপির ফর্মুলা।'' তবে দিল্লির কাছে বাংলা কখনই মাথা নত করবে না বলে হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

কলকাতায় আইপ্যাকের দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান ও তৎপরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে বৃহস্পতিবার নীরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা সম্ভবত কৌশলগত কারণেই! কিন্তু আজ শুক্রবার মতুয়াগড় রানাঘাটের তাহেরপুরে সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ''তৃণমূলের জন্য আইপ্যাক বলে একটা সংস্থা কাজ করে। ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য দিদির দূত বলে একটি অ্যাপ তৈরি করেছে, যাতে মানুষের অসুবিধা না হয়। কিন্তু কেন এসআইআরে তৃণমূলের হয়ে কাজ করছে। কেন গরীব মানুষ মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে। কাল ইডি পাঠিয়ে রেড করিয়েছে।''

এরপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সাংসদ বলেন, ''তোমাদের কাছে সব আছে। কিন্তু মানুষ নেই। কিন্তু তৃণমূলের কাছে কিছু নেই। মানুষ আছে। গণতন্ত্রে শেষ কথা বলে গণদেবতা।'' অন্যদিকে মতুয়াগড়ে গিয়ে মতুয়াদের নাগরিকত্ব নিয়েও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে বিঁধে তাঁর হুঙ্কার, “নিঃশর্ত নাগরিকত্ব, নয়তো মোদি গদি ছাড়ুন। বিজেপির মিথ্যা নাগরিকত্বের আশ্বাসে ভুলবে না মানুষ।''

অন্যদিকে এসআইআর ইস্যুতেও এদিন ফের একবার কমিশনকে একহাত নেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুধু তাই নয়, বারুইপুরের সভার মতোই এদিন দক্ষিণ ২৪ পরগনার মতো নদিয়ার সভাতেও ‘ভুতুড়ে ভোটার’ হাজির করান অভিষেক। তিন ব্যক্তিকে তিনি মঞ্চে ডাকেন, যাঁদের এসআইআর প্রক্রিয়ায় মৃত বলে দেখানো হয়েছে। অভিষেক জানান, এমন ১০০টি ঘটনা আছে। তিনি কয়েকটি মাত্র উদাহরণ দিচ্ছেন। এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারকেও তোপ দাগেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থায় হওয়া ইডি অভিযান নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • একযোগে এদিন বিজেপি এবং নির্বাচন কমিশনকেও আক্রমণ শানান তিনি।
Advertisement