shono
Advertisement
Abhishek on Sukanta

'দল যেখানে বলব, সেখানেই দাঁড়াব', নন্দীগ্রাম নিয়ে সুকান্তকে সপাট জবাব অভিষেকের

ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয় ২' প্রকল্পের উদ্বোধনে ঠিক কী বললেন তৃণমূল সাংসদ?
Published By: Sucheta SenguptaPosted: 05:15 PM Dec 01, 2025Updated: 05:43 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা ভোটের অনেক আগেই নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে। কে কোথা থেকে প্রার্থী হবেন, বিশেষত বিরোধী শিবিরে, তা নিয়ে নেতারা ইতিমধ্যেই মন্তব্য করতে শুরু করেছেন। এর মধ্যে বোধহয় সবচেয়ে নজরকাড়া 'লড়াই'য়ে অবতীর্ণ হলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক উপমুখ্যমন্ত্রী হতে চান, নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন বলে মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার। সোমবার তার জবাব দিলেন অভিষেক। বললেন, ''দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াব, চাইলে দার্জিলিংয়ে দাঁড়াব। এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের দল, আমাদের উপর ছেড়ে দিন।''

Advertisement

২০১৪ সাল থেকে পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন এবং রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। সাংসদ হিসেবে তৃতীয় পর্ব চলছে তাঁর। নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে যেমন জনপ্রিয় অভিষেক, তেমন তিনিও জনসমর্থন পেয়ে তাঁদের জন্য ঢালাও কাজ করেন। করানো কালে সহজে স্বাস্থ্য পরিষেবা পেতে তাঁর ডায়মন্ড হারবার মডেল বিশেবাবে সাড়া ফেলেছে। সেই সূত্রে পরবর্তীকালে আরও ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে 'সেবাশ্রয়' চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার 'সেবাশ্রয়-২' চালু হয়েছে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মহেশতলা থেকে। তার উদ্বোধনে গিয়েই এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদারকে একহাত নিলেন অভিষেক।

অভিষেক নন্দীগ্রামের দাঁড়াবেন - সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। তাতে ডায়মন্ড হারবারের সাংসদ জবাব দেন, ''দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াব, চাইলে দার্জিলিংয়ে দাঁড়াব। এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দলের অনুগত সৈনিক, যে দায়িত্ব দল দেবে, সেটাই পালন করব। ওটা আমাদের দলের ব্যাপার, আমাদের উপর ছেড়ে দিন।'' এনিয়ে আবার সুকান্ত মজুমদার পালটা প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর কটাক্ষ, ''অভিষেকের কথার উপর ভরসা করার কোনও যুক্তি আছে কি? দেখাই যাক না কী হয়।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নন্দীগ্রাম থেকে অভিষেকের প্রার্থী হওয়া নিয়ে সুকান্তর মন্তব্যের সপাট জবাব।
  • অভিষেক বললেন, 'দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াব, চাইলে দার্জিলিংয়ে দাঁড়াব।'
Advertisement