shono
Advertisement

Breaking News

Bhangar

পরপুরুষের টানে বহুবার ঘরছাড়া! ভাঙড়ে শ্বশুরবাড়িতে ফিরতেই স্ত্রীকে 'খুন' স্বামীর

ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বাবা।
Published By: Sayani SenPosted: 01:39 PM Dec 05, 2025Updated: 03:16 PM Dec 05, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। পরপুরুষের টানে ঘরও ছেড়েছেন। সেখানেও মন টেকে না বধূর। ভাঙড়ের কালিকাপুর গ্রামের শ্বশুরবাড়িতে ফিরে আসেন। আর তারপরই তাঁকে খুন করা হয় বলেই অভিযোগ। মৃতার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

নিহত বছর একুশের মৌমিতা নস্কর। ঘুটিয়ারি শরিফ এলাকায় তাঁর বাপেরবাড়ি। বছর চারেক আগে ভাঙড়ের কালিকাপুরের বাসিন্দা দেবাশিস নস্করের সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, বিয়ের মাত্র কয়েকদিন পর থেকেই দাম্পত্য় সম্পর্ক উষ্ণতা হারায়। একের পর এক বিবাহ বহির্ভূত সম্পর্কে মৌমিতা জড়িয়ে পড়েন বলেই দাবি। পরপুরুষের টানে বাড়িও ছেড়েছিলেন। দিনকয়েক বেপাত্তা থাকার পর বাড়ি ফিরে আসতেন মৌমিতা। তারপর থেকেই দাম্পত্য কলহ চরমে পৌঁছয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার ব্যতিক্রম হয়নি। মৌমিতা এবং দেবাশিসের ঝগড়াঝাটি চরমে পৌঁছয়। অভিযোগ, দেবাশিস তার স্ত্রীকে মারধর করতে শুরু করে। মারতে মারতে ঘটকপুকুর খালপাড়ে নিয়ে যাওয়া হয়। সেই তাঁকে গলা টিপে খুন করা হয়। পরে প্রমাণ লোপাটে দেহ খালে ফেলে দেওয়া হয় বলেই অভিযোগ।

প্রতিবেশীরা ঘটনাটি জানতে পারেন। ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। খবর পাওয়ামাত্রই পুলিশ গ্রামে পৌঁছয়। দেবাশিসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বধূর দেহের খোঁজ শুরু হয়। গভীর রাতে ঘটকপুকুর খাল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ধৃতর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বাবা। তিনি বলেন, "আমরা বিয়েতে জিনিসপত্র বিশেষ দিতে পারিনি। তা নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে অশান্তি লেগে থাকত। ওকে অত্যাচার করা হয়েছে। অত্যাচার সহ্য করতে না পেরে অন্য একটা ছেলের সঙ্গে চলে যায়। জামাই ফিরিয়েও আনে। তারপর আবার মেয়ে চলে যায়। আমি বলেছিলাম ওকে ছেড়ে দাও। কিন্তু ছাড়ল না। উলটে মেরে ফেলল।" এই ঘটনায় আরও তথ্যের খোঁজে পুলিশ দেবাশিসকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরপুরুষের টানে বহুবার ঘরছাড়া!
  • ভাঙড়ে শ্বশুরবাড়িতে ফিরতেই স্ত্রীকে 'খুন' স্বামীর।
  • ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বাবা।
Advertisement