shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

'নিঃশর্ত নাগরিকত্ব, নয়তো মোদি গদি ছাড়ুন', মতুয়াগড় তাহেরপুরে দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের

এসআইআর প্রক্রিয়ায় অনেক মতুয়ার নাম বাদ যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে!
Published By: Subhankar PatraPosted: 05:51 PM Jan 09, 2026Updated: 06:35 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বছর কেন্দ্রে ক্ষমতায় রয়েছে মোদি সরকার। এই সময়কালে তাদের অন্যতম প্রতিশ্রুতি নাগরিকত্ব দেওয়া হবে মতুয়াদের। সেই কাজ কার্যত হয়নি। এবার আওয়াজ তোলার সময় এসেছে বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়াগড় তাহেরপুরে রণসংকল্প সভায় প্রধানমন্ত্রীকে বিঁধে তাঁর হুঙ্কার, "নিঃশর্ত নাগরিকত্ব, নয়তো মোদি গদি ছাড়ুন।"

Advertisement

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনেক মতুয়ার নাম বাদ যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আগে ঠাকুরবাড়ির শান্তনু ও সুব্রত ঠাকুরেরা মতুয়া কার্ড বিলি করে সিএএর অধীনে নাগরিকত্বের দেওয়ার কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইনেও শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সেই প্রক্রিয়াকে বিঁধে অভিষেকের হুঙ্কার, "নিঃশর্ত নাগরিকত্ব।"

মতুয়াগড় রানাঘাটের তাহেরপুর থেকে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতেই হবে বলে স্পষ্ট দাবি করলেন তৃণমূল সাংসদ। তাহেরপুর থেকে তুলতেন নতুন স্লোগান। মতুয়াদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, "ওরা বলেছিল অনেক কিছু দেবে। আজ আওয়াজ তুলতে হবে হয় নিঃর্শত নাগরিকত্ব, নাই মোদি গদি ছাড়ো।"

এছাড়াও বিজেপি ইডি, সিবিআই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে নেমেছে বলেও অভিযোগ তোলেন তিনি। অভিষেক বলেন, "একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব। অন্যদিকে ইডি লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করবে।  যতই ইডি লাগাও সিবিআই লাগাও, বাংলার মানুষ বিজেপির কাছে, দিল্লির জমিদারদের কাছে মাথানত করবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১১ বছর কেন্দ্রে ক্ষমতায় রয়েছে মোদি সরকার। এই সময়কালে তাদের অন্যতম প্রতিশ্রুতি নাগরিকত্ব দেওয়া হবে মতুয়াদের। সেই কাজ কার্যত হয়নি।
  • এবার আওয়াজ তোলার সময় এসেছে বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • মতুয়াগড় তাহেরপুরে রণসংকল্প সভায় প্রধানমন্ত্রীকে বিঁধে তাঁর হুঙ্কার, "নিঃশর্ত নাগরিকত্ব, নয়তো মোদি গদি ছাড়ুন।"
Advertisement